শিবলী নোমানীর স্মরণে শোকসভা অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
আবাহনী লিমিটেড’র ক্রিকেট কমিটির সাবেক ম্যানেজার, ঢাকা পদাতিক নাট্যদলের সদস্য, নিউইয়র্কের জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টের সাবেক পরিচালক, বাংলাদেশ কমিউনিটির প্রিয় মুখ প্রয়াত শিবলী নোমানীর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায়। জামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনী-পেশার বিপুল সংখ্যক সুহৃদ ও মুসল্লিগণ।
বাদ মাগরিব আয়োজিত দোয়া মাহফিলে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ। এ সময় উপস্থিত সকলেই আমিন আমিন ধ্বনিতে কান্নায় ভেঙে পড়েন।
মরহুম শিবলী নোমানীর রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অন্যানের মধ্যে অংশ নেন প্রবীণ ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম, শাহ নেওয়াজ গ্রেেপর চেয়ারম্যান শাহ নেওয়াজ, মোহাম্মদ আলী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রাব্বী সৈয়দ, আহসান হাবিব, ফখরুল ইসলাম দেলোয়ার, সুলতান বোখারী, জে মোল্লা সানী, সুলতান আহমেদ, শামীম আল মামুন, বক্সার সেলিম, আমজাদ হোসেন সেলিম ও আনজাম সিদ্দিকী সহ অনেকে।
দোয়া মাহফিল শেষে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন শিবলী নোমানী।
