কোন ষড়যন্ত্রই নির্বাচন রুখতে পারবে না-প্রধান উপদেষ্টার প্রেস সচিব
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:২৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

কোন ষড়যন্ত্রই ফেব্রুয়ারির সংসদ নির্বাচন রুখতে পারবে না। এ ব্যপারে অর্ন্তবর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বদ্ধ পরিকর। ১৫ ফেব্রয়ারির পর একদিনও তিনি ক্ষমতায় থাকতে চান না। এমন দাবি করলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। নিউইয়র্কের স্থানীয় সময় ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৮টায় গ্রান্ড হায়াত হোটেলের লবিতে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এ সময় ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদারর উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ জাতিসংঘের অধিবেশনে যোগদানকারি পুরো টিম এ হোটেলে অবস্থান করছেন।
শফিকুল আলম আরও বলেন, ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দেয়া হয়েছে। তারা কাজ করছেন। নির্বাচন নিয়ে কিঞ্চিত পরিমান কারও সন্দেহ থাকার সুযোগ নেই।
‘এনসিপি নেতা সারজিস আলম শাপলা প্রতীক না পেলে নির্বাচন হতে দিবেন না বলে ঘোষণা দিয়েছেন।’ তার এ বক্তব্যকে কিভাবে দেখছেন? জবাবে প্রেস সচিব বলেন, রাজননৈতিক নেতারা তাদের অবস্থান থেকে বিভিন্ন বক্তব্য দিতেই পারেন। আমরা তাদের সাথে আলোচনা করে ঠিক করবো। কিন্তু নির্বাচনী ট্রেন থামবার কোন সুযোগ নেই।
শেখ হাসিনার শাসনামলে পাচার হওয়া অর্থ প্রসংগে তিনি বলেন, শেখ হাসিনা ও তার দলের লোকজন ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে। এ সকল অর্থ ফেরত আনতে সরকার কাজ করছে। অগ্রগতিও আছে। অর্ন্তবর্তি সরকারের আমলে তা দেশে না এলেও নির্বাচিত আগামী সরকারের আমলে ফেরত আসবে। এ ধরনের পাচারকৃত অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লেগে যায়। আমরা শুরুটা করে যাচ্ছি। তার সুফল আগামীতে পাওয়া যাবে।