বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১০ ১৪৩২   ০২ রবিউস সানি ১৪৪৭

গাজা নিয়ে ‘যৌথ ঘোষণা’ আসছে: ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এরদোয়ান

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৩ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনের গাজা নিয়ে শিগগিরই একটি ইতিবাচক 'যৌথ ঘোষণা' প্রকাশ করা হবে। এর ফলাফল 'লাভজনক' হবে বলে আশা করা হচ্ছে।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আঞ্চলিক নেতাদের সঙ্গে গাজা নিয়ে একটি বৈঠক শেষে এরদোগান এ কথা বলেন।

 

তিনি বলেন, 'আমরা সবেমাত্র একটি অত্যন্ত, অত্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক বৈঠক শেষ করেছি। আমি সন্তুষ্ট - ফলাফলটি উপকারী হবে।'

 

বৈঠক শেষে সাংবাদিক প্রশ্ন করেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক শান্তির পথ এবং নিরীহ বেসামরিক নাগরিকদের সুরক্ষার একটি বাস্তব পদক্ষেপ এনে দিতে পারে কি না। জবাবে এরদোগান বলেন, শিগগিরই একটি যৌথ ঘোষণা প্রকাশ করা হবে।

 

তিনি বলেন, 'চূড়ান্ত ঘোষণা সম্ভবত খুব শিগগিরই ঘোষণা করা হবে। ট্রাম্প এবং তামিমের (কাতারের আমির) বিবৃতির মাধ্যমে আজ রাতের বৈঠকের ফলাফল স্পষ্ট হয়ে উঠবে।'