রিফাতের হ্যাটট্রিক, গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০১ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

নেপালকে ৪-০ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করা বাংলাদেশ রবিবার একই ব্যবধানে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কাকে। টানা দুই জয়ে গ্রুপ সেরা হয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। রিফাত কাজীর হ্যাটট্রিক দলকে বড় জয় এনে দেয়। বাংলাদেশের জয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে নেপালও। তারা শ্রীলঙ্কাকে হারিয়েছিল ২-০ ব্যবধানে।
ফারহানের ফিফটির পর ফাহিমের ক্যামিওতে ভারতকে ১৭২ রানের লক্ষ্য দিলো পাকিস্তানফারহানের ফিফটির পর ফাহিমের ক্যামিওতে ভারতকে ১৭২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান
ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ শ্রীলঙ্কা কিপার সাতিনের ভুলে। তার গোল কিক পেয়ে যান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। দ্রুত আক্রমণে উঠে জোরালো শট নেন। তবে শ্রীলঙ্কা কিপার তা ফিরিয়ে দেন। ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি মোহাম্মদ আরিফ। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দলকে এগিয়ে দেন রিফাত কাজী। ম্যাচের ৫৭ মিনিটে ফয়সালের দূরপাল্লার শট ফিরিয়ে দিয়ে ব্যবধান বাড়তে দেননি শ্রীলঙ্কার কিপার।
পাইক্রফটকে ছাড়েনি আইসিসি, ভারত-পাকিস্তান ম্যাচে আছে বাংলাদেশওপাইক্রফটকে ছাড়েনি আইসিসি, ভারত-পাকিস্তান ম্যাচে আছে বাংলাদেশও
তবে ৬৪ মিনিটে ঠিকই তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। সাব্বির ইসলামের দূরপাল্লার শট ফিরিয়ে দিয়েছিলেন লঙ্কান কিপার। তবে ফিরতি বল ঠিকই পোস্টে পৌঁছে দেন রিফাত। ৮৮ মিনিটে নিজের হ্যাটট্রিকও পূরণ করেন রিফাত। নাজমুলের চিপ আয়ত্তে নিয়ে নিখুঁত শটে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড। ২৫ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে তা কাল জানা যাবে বি গ্রুপের ভারত ও পাকিস্তান ম্যাচ শেষে। এই দুই দল ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ সেরা নির্ধারিত হবে কাল।