নোমান শিবলীর দাফন সম্পন্ন
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১৬ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি নোমান শিবলীর দাফন লং আইল্যান্ডের ‘ওয়াশিংটন মোমেরিয়াল’ কবরস্থানে সম্পন্ন হয়েছে। গত সোমবার তাকে সেখানে সমাহিত করা হয়। এর আগে রোববার বাদ মাগরিব জামাইকা মুসলিম সেন্টারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক বাংলাদেশি অংশ নেন। মসজিদের ভেতরে যায়গা না হওয়ায় জানাজায় অংশগ্রহণকারিরা রাস্তার ওপর দাঁড়িয়ে জানাজা আদায় করেন।
জানাজার আগে শিবলী নোমানের একমাত্র সন্তান বক্তব্য রাখেন। তার বাবার পক্ষে কোন ভুলত্রুটি হয়ে থাকলে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। নোমানের আত্মার মাগফেরাত কামনা ও জানাজা পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টারের ইমাম মির্জা বেলাল বেগ।
মরহুম নোমানের জন্ম নরসিংদী জেলার শিবপুর থনার ধানুয়া গ্রামে।বাংলাদেশে অবস্থানকালে তিনি একজন সফল ক্রিড়া সংগঠক ছিলেন। আবাহনীর ক্রিকেট টিমের ছিলেন ম্যানেজার। জামাইকার স্টার কাবাব রেষ্টুরেন্টের প্রতিষ্ঠাতা। শনিবার ১৩ সেপ্টেম্বর ম্যাসিভ হার্ট এটাকে তিনি ইন্কোল করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ২ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।