নোয়াখালী সোসাইটি’র নির্বাচন ২৬ অক্টোবর
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০১ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্ এর নির্বাচন আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ব্রুকলিনের এভিনিউ সি-তে অবস্থিত পিএস-১৭৯ স্কুলে ভোট গ্রহনের স্থান নির্ধারণ করা হয়েছে। এতে ২ হাজার ৪ শত ৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। গত রোববার দি গ্রেটার নোয়াখালী সোসাইটির অফিসে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সোহেল হেলাল ২০২৫ এর নির্বাচনী তফসিল ঘোষণাকালে এ তথ্য প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর বাসিন্দাদের প্রাণের এবং প্রবাসী বাংলাদেশীদের মধ্যে অন্যতম বৃহৎ সংগঠন দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্। প্রধান নির্বাচন কমিশনার তাঁর লিখিত বক্তব্যে বলেন, আগামি ২৬ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্রুকলিনের ২০২ এভিনিউ সি- তে অবস্থিত পিএস-১৭৯ স্কুলে ভোট গ্রহণ করা হবে। সভাপতি, সহ-সভাপতি (২জন), সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক, ক্রীড়া-শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক, দপ্তর সম্পাদক এবং কার্যকরি সদস্য (৫জন) পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামি ৪ বছরের জন্য কার্যকরি কমিটির এই নির্বাচনে ২ হাজার ৪ শত ৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ সেপ্টেম্বর। সংগঠনের কার্যালয়ে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সকল কার্যক্রম পরিচালিত হবে।
তফসিল ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্ এর বর্তমান সভাপতি নাজমুল হাসান মানিক ও সহ-সভাপতি তাজু মিয়া। এসময় নির্বাচন কমিশানের সদস্য, কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত উল্লেখযোগ্যরা হলেন জাহিদ মিন্টু,মাহবুব হোসেন, ইউনূস জসিম,রুদ্র মাসুদ, রুবেল চৌধুরী ও জামাল উদ্দীন সহ অনেকে।
৫ সদস্যের নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন ফারুক আহম্মেদ, অধ্যাপক এ কে এম ইব্রাহিম চৌধুরী রতন, আব্দুল মান্নান ও মোস্তাক মোশারফ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ২ হাজার ৪০৬জন ভোটারের মধ্যে ১৭’শ জন হচ্ছেন লাইফ মেম্বার। বাকী ৭’শ জন হচ্ছেন নিয়মিত সদস্য। চাঁদা পরিশোধ সাপেক্ষে কার্যনির্বাহী কমিটি ইতোমধ্যে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেছেন।