নির্বাচনে দিল্লির যত মাথাব্যথা
আজকাল ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

সব ঠিকঠাক থাকলে ও পরিকল্পনা মাফিক এগোলে বাংলাদেশে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে আর মাত্র মাস পাঁচেকের মধ্যেই।
দেশটিতে এর আগেকার পর পর তিনটি নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে, এমনকি ভারতের সমর্থনেই শেখ হাসিনা সরকার তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনে উতরে যেতে পেরেছে - এমন অভিযোগও আছে।
কিন্তু এবারে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিবেশী দেশের এই গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে ভারতের মনোভাব এখন কী হতে পারে? বা আরও স্পষ্ট করে বললে, দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে ঠিক কী হওয়া উচিত?
বস্তুত গত এক বছরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলেছে, তারা চায় বাংলাদেশে 'যত দ্রুত সম্ভব' একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হোক - এবং সেই নির্বাচন হোক 'গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক'।
তবে, ইতিমধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়েছে - এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ যে তাদের 'নৌকা' প্রতীকে লড়তে পারবে, এমন কোনো সম্ভাবনাই এ মুহুর্তে দেখা যাচ্ছে না। (বিবিসি বাংলা)