রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোরের লক্ষ্যে বিশাল ধাক্কা বাংলাদেশের

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫২ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রোববার

শিরোপাটা ছিল দূরের লক্ষ্য। তবে প্রাথমিক লক্ষ্য নিদেনপক্ষে এশিয়ার সুপার ফোরে খেলা। তবে সে লক্ষ্যটাও হাত ফসকে বেরিয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে এখন। ৩২ বল হাতে রেখে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের বড় হার সে লক্ষ্যের পথ আগলে দাঁড়িয়েছে বাংলাদেশের।

 

বাংলাদেশ ইনিংস শুরু হয়েছিল দুঃস্বপ্ন দিয়ে। প্রথম দুই ওভারে কোনো রান তুলতে পারেনি দল, হারিয়েছে দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেনকে। এরপর আবার রানআউটে কাটা পড়েন তাওহিদ হৃদয়। ৩৮ রানে মেহেদী হাসান ফিরলে আরও বিপদে পড়ে দল। অধিনায়ক লিটন দাস কিছুটা আশা জাগালেও ২৮ রান করে আউট হলে ৫৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

 

তবে ষষ্ঠ উইকেটে রেকর্ড জুটি গড়ে লড়াইয়ে ফেরান শামীম হোসেন ও জাকের আলী। দুজন মিলে অবিচ্ছিন্ন ৮৬ রান তোলেন। শামীম ৩৪ বলে ৪২ ও জাকের ৩৪ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ থামে ১৩৯/৫-এ। লঙ্কান বোলারদের মধ্যে হাসারাঙ্গা নিয়েছেন ২ উইকেট।

 

জবাবে শ্রীলঙ্কা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে। যদিও কুশল মেন্ডিস দ্রুত ফেরেন, তবে পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারার ৯৫ রানের জুটিতে জয়টা একপ্রকার নিশ্চিত হয়ে যায়। মিশারা করেন ৩৪ বলে ৪৪ রান। নিশাঙ্কা ৩৪ বলে ফিফটি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে আউট হন।

 

শেষ দিকে কুশল পেরেরা ও দাসুন শানাকা দ্রুত বিদায় নিলেও জয় পেতে আর সমস্যা হয়নি লঙ্কানদের। ১৪ ওভার শেষে চার উইকেট হারিয়ে সহজেই জয় নিশ্চিত করে তারা।

 

এই জয়ের পর গ্রুপে শ্রীলঙ্কার নেট রান রেট দাঁড়াল +২.৫৯৫। আফগানিস্তান শীর্ষে রয়েছে +৪.৭০০ রান রেটে। অন্যদিকে দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশ নেমে গেছে –০.৬৫০ রান রেটে। যার ফলে এশিয়া কাপের পরের পর্বে যাওয়ার লক্ষ্যে লেগে গেছে বিশাল এক ধাক্কা!