রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

লন্ডনে আক্রমণের শিকার উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রোববার

লন্ডনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী নেতাকর্মীরা হামলা করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর। উপদেষ্টার গাড়িবহরে ডিম নিক্ষেপের পাশাপাশি তারা মাহফুজ আলমের গাড়িবহর আটকে দেয়। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন মাহফুল আলম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্ট দেন মাহফুজ। 

সেখানে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আমাদের আর কোনো মওদুদী প্রক্সি দলের প্রয়োজন নেই। ইতোমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে। আপনি কিছুই যোগ করতে পারবেন না! বরং, পুনঃসংজ্ঞায়িত করুন, পুনর্গঠন করুন এবং পুনরুদ্ধার করুন।

উল্লেখ্য, লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।