গোল্ডেন এজ হোমকেয়ারের উদ্যোগে ‘ঈদে মিলাদুন্নবী’ অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

হযরত মোহাম্মদ (সা) এর জন্মদিন ঈদে মিলাদুন্নবীতে যুক্তরাষ্ট্রের ফেডারেল হলিডে ঘোষণার দাবি করেছেন বাংলাদেশি ইসলামিক স্কলাররা। গত ৮ সেপ্টেম্বর গোল্ডেন এজ হোমকেয়ার কর্তৃক আয়োজিত নিউইয়র্কের সবচেয়ে বড় ও বৃহৎ ঈদে মিলাদুন্নবীর মিলাদ মাহফিলে এ দাবি করা হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এ অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন স্তরের ধর্মপ্রিয় মানুষরা উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি একটিভিস্ট শাহনেওয়াজ। ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের পরিচালক ও নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২৫-এর কাউন্সিলর মেম্বার পদপ্রার্থী শাহ শহীদুল হক ও ইমাম কাজী কাইয়্যূমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উডসাইডের আহলে বাইত মসজিদের ইমাম শাইখ মোতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী।
তিনি বলেন, আল্লাহ ও তার রাসূলের (সা) মর্যাদা সম্পূর্ণ আলাদা। আল্লাহ তাআলা স্রষ্টা। তার সমকক্ষ কেউ নেই। রাসূল (সা) তার সৃষ্টি। কিন্তু তিনি আল্লাহর দরবারে সর্বোচ্চা সম্মানের অধিকারী। তাই আল্লাহর রাসূল (সা) এর প্রতি দুরুদ প্রেরণ করা প্রত্যেক মুসলিমের কর্তব্য। রাসূল (সা) মুমিনদের জীবনের চেয়েও প্রিয়। তিনি অনুষ্ঠানে বয়ান শেষে মীলাদে মোস্তাফা ও শেষ মোনাজাত পরিচালনা করেন। পাঁচ শতাধিক শ্রোতা মাহফিলে অংশগ্রহণ করেন। মাহফিল শেষে তবারক ( লংগরে মোহাম্মদী ) বিরতণ করা হয়।
মাহফিলে সুললিত কণ্ঠে নাতে রাসূল পরিবেশন করেন কমিউনিটি একটিভিস্ট রানো নেওয়াজ, নতুন প্রজন্মের মুসতায়ীন বিল্লাল রাব্বানী ও তালহা আলম প্রমুখ। পবিত্র কুরআর তিলাওয়াত করেন নিউইয়র্ক ঈদগাহর ইমাম শাইখ ক্বারী মুসতানজিদ বিল্লাহ রাব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওয়াইপিডি প্রিসিংক্ট ১১৫’র এক্সিকিউটিভ অফিসার মি. জ্যাগহাম আব্বাস, স্থানীয় এসসেম্বলিম্যান স্টিফেন রাগা ও মি. হ্যারাম মনসুরাত। অতিথিদের সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন কমিউনিটি এ্যকটিভিস্ট ও ব্যবসায়ী ফাহাদ সোলাইমান, জেবিবিএ'র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা গিয়াস আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান খান, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজীম, একটিভিস্ট কাজী আজম, আহসান হাবিব, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, চট্টগ্রাম সোসাইটির লিটন চৌধুরী, নওশাদ হায়দার, বাপার সাবেক সভাপতি হুমায়ুন কবির।
মাহফিলের বিশেষ সহযোগিতায় ছিলেন মোহাম্মদী কমিউনিটি/ইন্টারফেইথ সেন্টার ও এন্টাই টেরোরিজম এওয়ারন্যাস ইউনিটের পরিচালক ইমাম কাজী কাইয়্যূম। তিনি ইংরেজি আগস্টের প্রথম সোমবার ঈদে মিলাদুন্নবীর দিন নির্ধারণ করে ঐ দিন ফেডারেল ছুটির দাবি করেন। এ বিষয়ে আমেরিকায় বসবাসরত ৪.৫ মিলিয়ন ও বহির্বিশ্বের ২ বিলিয়ন মুসলমানদের পক্ষে একদিন সরকারী ছুটি চেয়ে আমেরিকান সরকারের নিকট মোহাম্মদী সেন্টারের উত্থাপিত রেজুলেশন ক্যাম্পেইনের কথা সভায় উপস্থিত সবাইকে স্মরণ করিয়ে দেন।
গোল্ডেন এজ হোমকেয়ারের সিইও শাহনেওয়াজ ডাইভার্সিটি প্লাজাতেই নিউইয়র্ক ঈদগাহর আগামী ঈদ জামাতগুলো আরোও সুন্দর ও সাবলীল করে ৫টি জামাত আয়োজনে গোল্ডেন এইজ হোমকেয়ারের সহায়তার কথা জানান। নিউইয়র্ক এলাকাবাসীর সভাপতি শাকিল ও শাহ্ গ্রুপের শাহ জে চৌধুরী এতে সহযোগিতার আশ্বাস দেন। ঈদ জামাতগুলোতে মহিলাদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব গ্রহণ করবেন রানো নেওয়াজ।