সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

পোশাক খাতে কোনো অস্থিরতা নয়: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ন্যূনতম মজুরি, বেতন-ভাতা, বোনাসসহ অন্যান্য দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অসন্তোষ চলার মধ্যেই দেশের রফতানিমুখী বৃহৎ খাতটিতে কোনো ধরনের অস্থিরতা চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, পোশাক খাতের অস্থিরতা নিরসনে জরুরি বৈঠকের সব সমস্যার সমাধান বেরিয়ে আসবে। সর্বোচ্চ রফতানিমুখী এ খাতটিতে কোনো ধরনের অস্থিরতা চলতে দেয়া হবে না।

মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর মঙ্গলবার প্রথম কার্যদিবসে বাণিজ্যমেলা প্রাঙ্গণ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তিনি মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পর্কে খোঁজ-খবর নেন।

ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে টানা তিনদিন রাজধানীর বিভিন্ন পোশাক কারখানা শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এরইমধ্যে গার্মেন্টস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকে ডেকেছে সরকার। যা এখনো চলমান।

বিকেল ৪টায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক ডাকা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে এই বৈঠক হবে বলে জানানো হয়।

এদিকে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাসব্যাপী এ মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এবারই প্রথম বাণিজ্য মেলার টিকিট অনলাইনে পাওয়া যাবে। বাণিজ্য মেলায় আগ্রহীরা যে কোনো স্থান থেকে ওয়েব ও মোবাইল অ্যাপসের মাধ্যমে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট, ক্রেডিট কার্ডের মাধ্য্যমে মেলার টিকিট কিনতে পারবেন। ওয়েব ঠিকানা www.e-ditf.com এ ব্রাউজ করে অনায়াসেই জানা যাবে মেলা সংক্রান্ত যাবতীয় তথ্য। এছাড়া মোবাইল অ্যাপস E-DITF ব্যবহার করেও জানা যাবে আনুষঙ্গিক তথ্য।

 

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে ঢাকার শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে এ মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

এবারের বাণিজ্য মেলার প্রধান আকর্ষণ মেট্রোরেলের আদলে তৈরি করা মূল ফটক। সেই সঙ্গে রয়েছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের নানা থিম। এরইমধ্যে মেলার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে ইপিবি।

তথ্যমতে, এবারের বাণিজ্য মেলায় সব মিলিয়ে ৫৫০টি স্টল থাকবে। এর মধ্যে রয়েছে- সংরক্ষিত মহিলা স্টল ২০টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৮টি, সাধারণ প্যাভিলিয়ন ১৮, সাধারণ মিনি প্যাভিলিয়ন ২৯টি, প্রিমিয়ার স্টল ৬৭টি, রেস্টুরেন্ট তিনটি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৯টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৬টি, বিদেশি প্যাভিলিয়ন ২৬টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৯টি, বিদেশি প্রিমিয়ার স্টল ১৩টি, সাধারণ স্টল ২০১টি ও ফুড স্টল ২২টি।