শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

নারায়নগঞ্জ জেলা সমিতির সভাপতি শামীম ও সম্পাদক পিন্টু

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

 

   
 
 
নারায়নগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা ইন্ক এর ২০২৬-২০২৭ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর রোববার জামাইকাস্থ একটি পার্টি হলে এ বিষয়ে এক সভার আয়োজন করা হয়। এতে নারায়নগঞ্জবাসীগণ উপস্থিত ছিলেন। নতুন কমিটির সভাপতি হিসেবে মোস্তফা জামান শামীম এবং সাধারণ সম্পাদক হিসাবে এডঃ শাহ আলী পিন্টুর নাম ঘোষনা করা হয়। এ ছাড়াও কার্যকরী কমিটির অন্যান্য সদস্যের নামও নির্ধাারণ করা হয়। এদের মধ্যে সিনিয়র সহ সভাপতি হলেন হাজী শাহীন আহমেদ, সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, আহমেদ কবির টামাস ও কামরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক রিফাত জাহান মাহিন, অর্থ-সম্পাদক- গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক- আরিফ জামান, সহ-সাংগঠনিক সম্পাদক-রাসেল, ক্রীড়া সম্পাদক-আখী চৌধুরী, প্রচার সম্পাদক- মাসুদ প্রধান, দফতর সম্পাদক-বকুল আক্তার, সাংস্কৃতিক সম্পাদক- নিপা জামান, সহ-সাংস্কৃতিক সম্পাদক- মনিয়া শিরীন, মহিলা বিষয়ক সম্পাদক- শাহিদা পারভীন। কার্যকরী সদস্যরা হলেন- মোঃ ফারুক হোসেন, সাইফুদ্দিন আহমেদ, দুলাল প্রধান, মারুফ প্রমূখ। সভায় বিদায়ী সভাপতি হুমায়ন কবির তুহিন নব নির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জামান এবং নতুন গঠিত কমিটিকে সর্বোতভাবে সহযোগিতার আশ্বাস দেন। নতুন সভাপতি মোস্তফা জামান শামীম ও সাধারণ সম্পাদক শাহ আলী পিন্টু এক সংক্ষিপ্ত বক্তব্যে তাদেরকে নির্বাচিত করার জন্য প্রবাসী নারায়নগঞ্জবাসীদেরকে ধন্যবাদ জানান এবং কমিটি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। যথাসম্ভব খুব দ্রুত অভিষেক অনুষ্ঠান ও শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটির কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।