শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশ সোসাইটির সুবর্ণ জয়ন্তী ২ নভেম্বর

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৩ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার


 
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ সোসাইটি ইন্ক-এর সুবর্ণ জয়ন্তীর মহা-উদযাপন আগামী ২ নভেম্বর নিউইয়র্কের বিখ্যাত কনভেনশন হল টেরেস অন দা পার্কে অনুষ্ঠিত হবে। 
গত ১১ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোসাইটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আজিজ,সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভূঁইয়া, মঈনুল ইসলাম মিয়া, ডা. হামিদুজ্জামান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সোসাইটির সাবেক সেক্রেটারি ফখরুল আলম, আজিমুর রহমান বুরহান, কাজী আজম, আহসান হাবিব, মাহবুব তালকদার, কামরুজ্জামান কামরুল, মফিজুল ইসলাম রুমি, হারুনর রশীদ, শাহ শহিদুল হক, ফারুক হোসেন মজুমদার,ডা. এনামুল হক,নাঈম টুটুল, হাসান জিলানী ও রিজু মোহাম্মেদ। 

লিখিত বক্তব্যে সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, প্রায় ২৭ হাজার নিবন্ধিত সদস্যের সংগঠন বাংলাদেশ সোসাইটি আগামী নভেম্বরে গৌরবময় ৫০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। অর্ধশতাব্দীর এই ঐতিহাসিক মাইলফলক উদযাপনকে কেন্দ্র করে নানাবিধ কর্মসূচি ও উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। যাতে তা সংগঠনের সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটির সবার কাছে পৌঁছে যায়। আগামী ২ নভেম্বর নিউইয়র্কের বিখ্যাত কনভেনশন হল টেরেস অন দা পার্কে সুবর্ণজয়ন্তীর মহা-উদযাপন অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এই অনন্য আয়োজনে ইতিহাস, সংস্কৃতি, আবেগ, কৃতজ্ঞতা ও ভবিষ্যতের প্রতিশ্রুতির চিত্র ফুটে উঠবে।
সুবর্ণজয়ন্তীর মূল অনুষ্ঠানের আগে আরো কিছু অর্থবহ কর্মসূচির আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে- বাংলাদেশ সোসাইটির প্রয়াত নেতৃবৃন্দের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল। জীবন বাঁচানোর মহৎ কাজ এগিয়ে নিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ রক্তদান কর্মসূচী। প্রবাসের আঞ্চলিক, সামাজিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক, ক্রীড়া, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের এবং ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতামত, পরামর্শ ও সহযোগিতা জন্য মতবিনিময় সভা।
এছাড়া সুবর্ণজয়ন্তী উদযাপনের কর্মসূচির মধ্যে থাকবে সাবেক নেতৃবৃন্দের সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রধান।  বিশেষ আলোচনা সভা, ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বিশেষ পরিবেশনা ও সম্মাননা প্রদান। প্রবাস ও কমিউনিটিতে অবদান রাখা বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান। সাংস্কৃতিক অনুষ্ঠান, ইত্যাদি।
সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে একটি স্মারকগ্রন্থ (স্মরণিকা) প্রকাশনা বের করা হবে, যা সোসাইটির অর্ধশতাব্দীর যাত্রাপথের একটি জীবন্ত দলিলের রূপ পাবে। এতে বাংলাদেশ সোসাইটির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ইতিহাস, অভিজ্ঞতা, সংগ্রাম, সাফল্য, এবং প্রবাসীদের গল্প। স্মরণিকার জন্য আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে লেখা পাঠাতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, এই সংগঠন বিভিন্নভাবে প্রবাসীদের সেবা দিয়ে আসছে। প্রবাসীরাও এসব সেবায় উপকৃত হচ্ছেন। ভ্রাম্যমান কনস্যুলেট সার্ভিস, ইমিগ্রেশন সংক্রান্ত তথ্যসেবা, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বাংলা শিক্ষার জন্য বাংলা স্কুল স্থাপন যা কুইন্স এবং ব্রুকলিনে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এছাড়াও দৈনন্দিন নানান প্রয়োজনে বাংলাদেশ সোসাইটি পাশে দাঁড়িয়েছে প্রবাসী বাংলাদেশিদের। নিজস্ব কবরস্থানের মাধ্যমে সোসাইটি তার একটি বড় সামাজিক দায়িত্বে নিজেকে অন্তর্ভূক্ত করতে পেরেছে।
বাংলাদেশ সোসাইটি ইন্কএর পক্ষ থেকে ৯/১১-এ নিহত বাংলাদেশি বংশোদ্ভূতসহ সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এছাড়া প্রতিষ্ঠাতা থেকে শুরু করে বিভিন্ন সময়ের সকল নেতৃবৃন্দ, সদস্য, শুভানুধ্যায়ী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। এর মধ্যে যারা বেঁচে নেই নেই। তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুম।
১৯৭৫ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ সোসাইটি। যা অর্ধশতাব্দী পেরিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে একটি স্বনির্ভর, প্রভাবশালী ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত।