ড.ইঊনূসের আগমনে যুক্তরাষ্ট্র আঃলীগের প্রতিরোধ সমাবেশ ঘোষণা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৪৬ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

‘৮০তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে এলে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।’ ড. ইউনূসের নিউইয়র্কে অবস্থানকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট-মহানগর আওয়ামীলীগ, মহিলা আঃলীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, হাসিনা মঞ্চ, বঙ্গবন্ধু পরিষদ ও বীর মুক্তিযোদ্ধাগণ প্রতিদিন সভা সমাবেশ করবে।। উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর ড. ইউনূস জাতিসংঘের সাধারন অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসছেন।
তাদের শোলাগান থাকবে "হটাও ইউনূস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ "। কর্মসূচির মধ্যে রয়েছে ২২ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে ইউনূসকে কালো পতাকা প্রদর্শন ও পদত্যাগ দাবি, হোটেলের সামনে অবস্থান,
সেপ্টেম্বর ২৫ জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণের দিন জাতিসংঘের সদর দফতরের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ। প্রধান উপদেষ্টার সম্মানে জঙ্গী সম্বর্ধনা স্থানে বিক্ষোভ সমাবেশ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান আজকালকে বলেন, ড. ইউনূস দেশকে এগিয়ে নেবার একটা সুযোগ পেয়েছিলেন। কিন্তু সবক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। দেশকে একটি একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করছেন। দেশের অচলাবস্থার জন্য তিনিই দায়ি। যুক্তরাষ্ট্রের আইনের মধ্যে থেকেই যেখানেই ইউনূস সেখানেই আমরা প্রতিরোধ সমাবেশ গড়ে তুলবো। যে হোটেলে ইউনূস অবস্থান করবেন সেখানে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সব সমাবেশকে সফল করতে যুক্তরাষ্ট্রের প্রত্যেক স্টেট থেকে মুজিব অনুসারীরা আসবেন।