সব ভূমি অফিস সিসিটিভির আওতায় আনা হবে : ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:১৯ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ভূমি থেকে দুর্নীতি দূর করতে দেশের সব ভূমি অফিস সিসিটিভির আওতায় আনা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার সচিবালয়ের ভূমি মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহনের পর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে নতুন ভূমিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের মূল কাজ হচ্ছে টিমওয়ার্কের মাধ্যমে সেবা ও কাজের গতি বাড়ানো এবং ভূমি থেকে দুর্নীতি দূর করা। এজন্য দেশের সব ভূমি অফিস সিসিটিভির আওতায় আনা হবে। আশা করছি দুই বছরের মধ্যে এসব কাজ বাস্তবায়ন সম্ভব হবে।
এ সময় ভূমি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, যাদের সমস্যা আছে তাদের চলে যেতে হবে। নাহলে ভালোভাবে কাজ করতে হবে।
