শনিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২২ ১৪৩২   ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আটলান্টা ফোবানার পরবর্তী সম্মেলন লস-এঞ্জেলসে

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩০ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার


ফেডারেশন অব বাংলাদেশ এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৩৯তম সম্মেলন গত ২৯, ৩০ ও ৩১ আগস্ট জর্জিয়া রাজ্যের আটলান্টায় অনুষ্ঠিত হয়। এতে আগামী সম্মেলন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি নতুন কার্যকরি কমিটিও গঠিত হয়।
বিগত বছরগুলোর মতো এবছরের সম্মেলনে সেমিনার, আলোচনা, কাব্য জলসা, মেলা প্রভৃতি থাকলেও তবে মূল আকর্ষণ ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে। আটলান্টায় ৩৯তম সম্মেলনের শেষ দিন ফোবানার আগামী ২০২৫-২৬ কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। সম্মেলনের সাধারণ সভার পর গঠনতন্ত্র অনুয়ায়ী প্রতিবছরই ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।
কমিটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন রবিউল করিম বেলাল (পেনসেলভেনিয়া), ভাইস চেয়ারপারসন এম রহমান জহির (ফ্লোরিডা), এক্সিকিউটিভ সেক্রেটারি খালেদ রউফ (শিকাগো), জয়েন এক্সিকিউটিভ সেক্রেটারি এনথনি পিউস গোমেজ (ভার্জিনিয়া), ট্রেজারার মহিন উদ্দিন দুলাল (আটলান্টা)। এছাড়াও ৯জন আউট ল’ স্ট্যান্ডিং মেম্বার ও ১৭টি সংগঠন এক্সিকিউটিভ সদস্য নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে সিদ্ধান্ত হয় আগামী ৪০ তম ফোবানা সম্মেলন ২০২৬ সালে অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে। আয়োজক সংগঠনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া। ২০২৭ সালে ফোবানা সম্মেলন হবে টেক্সাসের হিউস্টন শহরে। আয়োজক সংগঠনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার হিউস্টন।