শনিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২২ ১৪৩২   ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ তাজুল আহবায়ক ও স্বীকৃতি বড়ুয়া

আজকাল ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩০ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার


  


বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমামকে আহবায়ক ও স্বীকৃতি বড়ুয়াকে সদস্য সচিব করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ সালের সালের কমিটি  ঘোষণা করা হয়েছে। গত ২৮ আগস্ট আয়োজক সংগঠন ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’ এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়। 
সভায় নুরুন নবী বলেন, ২০২৫ সালের তুলনায় ব্যাপক ও বৈচিত্রময় পরিসরে ২০২৬ সালের সালের বইমেলা অনুষ্ঠিত হবে । এতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে।
আয়োজক কমিটির আহবায়ক ও সদস্য সচিব কার্যকরী কমিটির সঙ্গে সমন্বয় করে অচিরেই বইমেলার স্থান, তারিখ এবং বইমেলা বাস্তবায়ন কমিটি অল্প কিছুদিনের মধ্যেই ঘোষণা করবেন।