মন্ট্রিয়ল ফোবানার চেয়ারম্যান পিন্টু ও সেক্রেটারি নেহাল
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৭ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

জাকারিয়া চৌধুরীর নেতৃত্বাধীন ফোবানার চেয়ারম্যান ও এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যথাক্রমে জাহিদ হোসেন পিন্টু ও নেহাল রহিম । মন্ট্রিয়ল ফোবানা’র সম্মেলন মন্ট্রিয়ল ২০২৫ এর ভেন্যু প্লাজা ইভো সেন্টারে অনুষ্ঠিত হয় গত ৩০-৩১ আগষ্ট। সম্মেলনের শেষদিনে এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তরা হলেন জিয়াউল হক জিয়া-ভাইস চেয়ারম্যান, আমিনুল জিলানী কলিন্স- এজিএস ও সাহিদা হাই-ট্রেজারার।
আউটইস্টান্ডি মেম্বার নির্বাচিত হয়েছেন ইকবাল কবীর, হাফিজুর রহমান, আব্দুল চৌধুরী শাহীন, এম.এ অদুদ, আনোয়ার হোসেন ও কাজী মাসরুরুল হুদা ।
নির্বাচনী প্রক্রিয়ায় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বেদারুল ইসলাম বাবলা (প্রধান নির্বাচন কমিশনার ), কাজী মশহুরুল হুদা ও ইকবাল কবীর । এই ফোবানার ৪০তম সম্মেলন ২০২৬ সালে ফ্লোরিডার ওলান্ডোতে অনুষ্ঠিত হবে।