শনিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২২ ১৪৩২   ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

ফোবানার নতুন চেয়ারম্যান গিয়াস ও এক্সিকিউটিভ সেক্রেটারি ফিরোজ

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৫ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

 

 
নায়াগ্রা ফলসে অনুষ্ঠিত ফোবানার ৩৯তম সম্মেলনে নতুন চেয়ারম্যান ও এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যথাক্রমে গিয়াস আহমেদ ও ফিরোজ আহমেদ। গিয়াস বিদায়ী চেয়ারম্যান শাহ নেওয়াজ ও এক্সিকিউটিভ সেক্রেটারি কাজি আজমের স্থলাভিষিক্ত হলেন। ৩১ আগষ্ট ফোবানা কনভেনশনের শেষ দিন ফোবানা স্টেয়ারিং কমিটির সভায় সর্বসম্মতভাবে তারা নির্বাচিত হয়েছেন। এতে সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান  শাহ নেওয়াজ। একই সাথে কাজি আজম সিনিয়র ভাইস চেয়ারম্যান, সাহাবুািদ্দন সাগর যুগ্ম এক্সিকিউটিভ সেক্রেটারি ও কাজি এলিন ট্রেজারার নির্বাচিত হন। স্টেয়ারিং কমিটির ১ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন শাহ নেওয়াজ। সহসাই নব নির্বাচিত এই ৫ কর্মকর্তা ও সাবেক চেয়ারম্যানরা বৈঠক করে পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন। একই সাথে ২০২৬ সালের ফোবানা কনভেনশনের ভেন্যু ঠিক করা হবে। উল্লেখ্য টরেন্টো, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া ও কানেকটিকাট ২০২৬ সালে ফোবানা কনভেনশন আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে।