ইতিহাস গড়লো নায়াগ্রা ফোবানা কনভেনশন
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৩ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

সফলতার শিখরে নায়াগ্রা ৩৯তম ফোবানা কনভেনশন।ইতিহাস গড়ে ২৯-৩১ আগষ্ট ৩ দিনের এই সম্মেলনে হাজারো প্রবাসী বাংলাদেশির মহামিলন ঘটে। শেরাটন হোটেলের কনভেনশন সেন্টারে তিল ধারনের ঠাঁই ছিল না। শতশত মানুষ হোটেল লবিতে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করার চেষ্টা করে। অনেকে হল রুমে ঢুকতে না পেরে ফিরে চলে যান। আবারও প্রমাণিত হলো শাহ নেওয়াজ, মোহাম্মদ হোসেন খান, গিয়াস আহমেদ ও কাজি আজমদের নেতৃত্বাধানী ফোবানাই উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারি মূল সংগঠন। নিউইয়র্কের নায়াগ্রা ফলসে শেরাটন হোটেলের কনফারেন্স সেন্টারে ফোবানার ৩ দিনই ছিল মানুষের উপচেপড়া ভিড়। শত শত মানুষকে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। শুক্রবার ২৯ আগষ্ট সম্মেলনের উদ্বোধন হলেও শনি ও রোববার ছিল ফোবানার পিক সেশন। পুরো নায়াগ্রা ফলস এলাকা বাংলাদেশিদের উৎসবের আবরণে ছেঁয়ে যায়। সম্মেলনের প্রধান আর্কষন ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। সংগীতে ছিলেন আসিফ আকবর।প্রথম দিন সম্মেলন উদ্বোধন করেন চেয়ারম্যান শাহ নেওয়াজ। দ্বিতীয় অনুষ্ঠান উদ্বোধন করেন নায়াগ্রা ফলস সিটির মেয়র রবার্ট রেস্টাইনো। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত অধাপক ড. সলিমুলাøাহ খান। এ সম্মেলনে বক্তব্য দিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান মোহাম্ম্দ হোসেন খান, নবনির্বাচিত চেয়ারম্যান গিয়াস আহমেদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান কাজী আজম, সাবেক চেয়ারম্যান আলী ইমাম শিকদার, সাবেক চেয়ারম্যান ড. আবু জোবায়ের দারা, ডা. মাসুদুর রহমান, নব নির্বাচিত এক্সিকিউটিভ সেক্রেটারি ফিরোজ আলম, ফোবানা কনভেনশন ২০২৫ এক্সিকিউটিভ সেক্রেটারি মইনুল হক চৌধুরী হেলাল, নব নির্বাচিত যুগ্ম এক্সিকিউটিভ সেক্রেটারি সাহাবুদ্দিন সাগর, কোষাধ্যক্ষ কাজি এলিন, তারেক হাসান খান, নিশান রহিম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ। সঞ্চালনায় দায়িত্বে ছিলেন সারমিনা সিরাজ সোনিয়া। অন্যানের মধ্যে উপস্থিত এ আই এক্সপার্ট বদরুল খান, কানাডা থেকে আগত ইলিয়াস মিয়া, আবুল আজাদ, আজিম দেওয়ান, নিউইয়র্কের সৈয়দ এনায়েত আলী, বেলাল চৌধুরী, আনোয়ার হোসেন, তোফায়েল ইসলাম, মফিজুল ইসলাম ভুঁইয়া রুমি, মোহাম্মদ সাদেক, বাফেলো ও নায়াগ্রার নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিরাজুদ্দৌলা বাবুল, মির্জা মামুন, সোহেল হাওলাদার, মুক্তাদির হোসেন মিজবাহ, নাজমুল ইসলাম ফারুক, হাফিজুর রহমান ও রাহিন আহমদ।
সম্মেলনের প্রধান অতিথি ড. সলিমুল্লাহ খান বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা নি:শর্তভাবে সর্মথন দিয়েছে। আজকের বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে তাদের এগিয়ে আসতে হবে। নইলে ৩৬ জুলাইয়ের অর্জন হারিয়ে যাবে। শত বছর পিছিয়ে যাবে প্রিয় মাতৃভূমি।
রোববার ৩১ আগষ্ট রাতে মুর্হমুহু করতালির মধ্যদিয়ে ফোবানার বিদায়ী চেয়ারম্যান শাহ নেওয়াজ ৩৯তম ফোবানা সম্মেলনের ইতি টানেন। এই সম্মেলনকে ঘিরে বিশ্বের ৭ম আশ্চর্যের নায়াগ্রা ফলসের শহর উৎসবে পরিণত হয়। তা দখল করে নেয় হাজারো প্রবাসী বাংলাদেশিরা। উৎসবের আমেজে সাজে সম্মেলনস্থল শেরাটন হোটেলের কনভেনশন সেন্টার।
দ্বিতীয় পর্বে ছিল সঙ্গীতানুষ্ঠান। এতে অংশ নেন আসিফ আকবর, রানো নেওয়াজ, আতিয়া আনিসা, প্রীতম হাসান, প্রতীক হাসন, সেলিম চৌধুরী, শাহ মাহবুব, অনিক রাজ, রেশমী মির্জা,কামরুজ্জামান বকুল, রেশমী মির্জা ও সুমন। চন্দ্র ব্যানার্জীর পরিচালনায় নৃত্য শিল্পীরা পুরা অনুষ্টানকে মাতিয়ে রেখেছিল। সম্মেলন উপলক্ষ্যে জলপ্রপাত নামে একটি স্মরণীকাও প্রকাশ করা হয়। সম্মেলনে সাংবাদিকতা ও পরিবেশের ওপর ২টি সেমিনার অনুষ্ঠিত হয়।