শনিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২২ ১৪৩২   ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

তারেক বাবরসহ সব আসামি খালাস

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৩ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার


 
 
বাংলাদেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে হাইকোর্টের দেয়া খালাসের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। এর মধ্যদিয়ে তারেক রহমান মামলামুক্ত হলেন বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
আদালতে তারেক রহমান ও বাবরের পক্ষে শুনানি করেন এডভোকেট এসএম শাহজাহান, এডভোকেট মোহাম্মদ শিশির মনির। আদালতে বিএনপি’র আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন- জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, এডভোকেট আমিনুল ইসলাম ও এডভোকেট মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, আব্দুল জব্বার ভূঁইয়া, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। পরে বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ২১শে আগস্ট গ্রেনেড হামলার রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা রাজনৈতিক উদ্দেশ্য ও ব্যক্তিগত জিঘাংসা থেকে অন্যায়ভাবে তারেক রহমানকে এই মামলায় জড়িয়েছে। রায় ঘোষণার পর বিএনপি’র পক্ষ থেকে তাৎক্ষণিক দেয়া প্রতিক্রিয়ায় কায়সার কামাল এমন কথা বলেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে শুকরিয়া আদায় করেছি। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন।