মঙ্গলবার   ০২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ১৭ ১৪৩২   ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

‘পরীক্ষা’ না দিয়ে বড় জয়ে সিরিজ বাংলাদেশের

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০২ এএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসকে ডেকে আনা। উদ্দেশ্য ব্যাটিংটা ঝালিয়ে নেওয়া, বড় রানের অভ্যাস গড়া। লিটন দাস যেমন ২০০ রানের অভ্যাস গড়ায় কথা বলেছিলেন। সিলেটের উইকেট বড় রানের অভ্যাস গড়ার সুযোগও ছিল টাইগারদের সামনে।

 

কিন্তু লিটন দাসরা ওই পরীক্ষার পথে হাঁটলেন না। টস জিতেও বেছে নিলেন ফিল্ডিং অর্থাৎ সহজ জয়ের পথ। সিলেটে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ধারহীন ডাচদের ব্যাটিং লাইনআপ ১৭.৩ ওভারে ১০৩ রানে ধসিয়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে ১৩.১ ওভারে তুলে নিয়েছে ৯ উইকেটের বড় জয়। এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।

 

প্রথম টি-২০ ম্যাচেও টস জিতে বোলিং নিয়েছিলেন অধিনায়ক লিটন। ওই ম্যাচে ডাচদের ১৩৬ রানে আটকে ৮ উইকেটে জিতেছিল স্বাগতিক বাংলাদেশ।

 

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে ডাচরা। ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুই উইকেট নেন লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় একাদশে ঢোকা বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। পরে আরও এক উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন মুস্তাফিজ ও তাসকিন।

 

সফরকারী দলের ওপেনার বিক্রমজিৎ সিং ১৭ বলে ২৪ রান করে আউট হন। চারটি চার মারেন তিনি। অন্য ওপেনার ম্যাক্স ওডাউড ১০ বলে ৮ রান করে ফিরে যান। শারিজ আহমেদ ১২ রানে আউট হলে বিপদ বাড়ে ডাচদের। ৯.৫ ওভারে ৬১ রানে ৬ উইকেট হারায় তারা। ৬৭ রানে যা ৭ উইকেট হয়ে যায়। সেখান থেকে একশ’ রান ছাড়িয়েছেন নয়ে নামা বোলার আরিয়ান দত্ত। তিনি ২৪ বলে ৩০ রান করেন। তিনটি চার ও একটি ছক্কা মারেন।

 

সিরিজ জয়ের লক্ষ্যে নেমে ওপেনিং জুটিতে ৫.৩ ওভারে ৪০ রান করে বাংলাদেশ। ফিরে যাওয়ার আগে পারভেজ ইমন ২১ বলে তিন চার ও এক ছক্কায় ২৩ রান করে ফিরে যান। পরের পথ পাড়ি দেন তানজিদ তামিম ও লিটন দাস। তানজিদ ৪০ বলে ৫৪ রানের হার না মানা ইনিংস চারটি চার ও দুটি ছক্কার শটে সাজান। লিটন ১৮ বলে দুই চারে অপরাজিত ১৮ রান করেন।