শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

‘প্যান্ট পরতে ভুলে গিয়েছেন অজয় দেবগণের মেয়ে‘

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ঐশ্বরিয়া রাই বচ্চন, কারিনা কাপুর খান ও দিশা পাটানোর মতো তারাকারা প্রায় সময়ে পোশাকের জন্য সমালোচনার মুখে পড়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন তারকা দম্পতি কাজল ও অজয়ের মেয়ে নায়সা দেবগণ।

 

জিনিউজের খবরে বলা হয়েছে, ।সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে পাপারাত্জির নজরে আসেন কাজলের মেয়ে। হালকা নীল রঙের ‘হুডি ড্রেস’ পরে বছর ১৫-র কিশোরীকে লাগছিল বেশ। কিন্তু নায়সা দেবগণের ওই পোশাক দেখে তাকে নিয়ে শুরু হয় জোরদার সমালোচনা। পোশাকের সঙ্গে নায়সা প্যান্ট পরতে ভুলে গিয়েছেন  অজয় দেবগণের মেয়ে! একাধিক কদর্য ভাষা প্রয়োগ করা হয় তার পোশাক নিয়ে। যদিও এ বিষয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি কাজল কিংবা অজয় দেবগণকে।

 

সম্প্রতি পরিবার নিয়ে থাইল্যান্ডে ছুটি কাটাতে যান অজয় দেবগণ। সেখানে কালো রঙের মনোকিনি পরতে দেখা যায় নায়সাকে। মেয়ের সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন কাজল। যা থেকেও নেটিজেনদের একাংশ জোর সমালোচনা শুরু করে। ওই সময়ও সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করনেনি এ তারকা দম্পতি।