ম্যানহাটনে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩০ এএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার
নিউইয়র্কের ম্যানহাটনে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন, বিএনপি গণমানুষের দল, জনগণের কল্যাণ সাধনই হচ্ছে এই সংগঠনের কাজ। তাই জনগণের অসুবিধা হয় এমন কাজ কখনো বিএনপি করবে না। গত ১৭ বছর জননেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে।
পতিত স্বৈরাচারী সরকারের ভয়ভীতি, হুমকি, হামলা মামলা, গুম খুন বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। মাহবুব উদ্দিন খোকন গত ২০ আগস্ট বুধবার নিউইয়র্কের ম্যানহাটন ব্যুরো বিএনপি উদ্যোগে এক কর্মী সম্মেলনে ভার্চুয়েলি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ম্যানহাটন ব্যুরো বিএনপির আহবায়ক আব্দুল ওয়াদুদ তালুকদারে সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউল আহমদ জামিলের সঞ্চালনায় সভার উদ্বোধন করেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসের বৈদেশিক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন। প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়ার সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সিনিয়ার যুগ সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, বিএনপি নেতা এজিএম জাহাঙ্গীর হাসাইন, সোহেব আহমদ, মোহাম্মদ আলী রাজা, মানিকুজ্জামান মানিক, সেবুল খান মাহবুব, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, মোহাম্মদ বাদল হোসেইন ও চৌধুরী মুমিত তানিম।
বক্তব্য রাখেন ম্যানহাটন বিএনপির মোহাম্মদ ইসমাইল আবিদুল জাহের, নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, জাকির হোসেন, সিরাজ উদ্দীন ভূঁইয়া,আব্দুল্লাহ আল মামুন,আবুল কালাম, মোহাম্মদ শাহীন তালুকদার, লাভলী জামান, করফুল বেগম, সিরাজুল ইসলাম, আব্দুর রহিম সেলিম, মো. আলম, জামাল উদ্দিন, তাজ উদ্দীন, মানিক মিয়া, ফজল খান, আবুল কাশেম প্রমুখ।
গেস্ট অব অনারের বক্তব্যে গোলাম ফারুক শাহিন নিউইয়র্ক মহানগর উত্তরের কর্মতৎপরতার ভূয়াসী প্রশংসা করেন। তিনি বলেন, স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করতে আমরা দেশের বাইরে থেকে যেভাবে কাজ করেছি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সেভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।