বাংলাদেশ-আমেরিকান কার ও লিমোজিন এসো: বর্ণাঢ্য বনভোজন
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩০ এএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার
সবুজ শ্যামল ছায়া ঘেরা লেক ভিউ জর্জ আইল্যান্ড পার্ক, ওয়েষ্টচেষ্টার এ বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন ইন্ক এর বার্ষিক বনভোজন ২০২৫ অনুষ্ঠিত হয়। সম্প্রতি উডসাইড থেকে সকালের নাস্তা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সকাল ১১টায় জর্জ আইল্যান্ড পার্কে পৌঁছানোর পর তরমুজ পরিবেশন শুরু হয়। ১২:৩০ এ বার-বি-কিউ পরিবেশন করা হয়, এতে তত্ত্বাবধানে ছিলেন কামরুল ইসলাম, পারভেজ আলম, খোরশেদ আলম, ফিরোজ আহমেদ অরুণ, ইলিয়াছ হাওলাদার, জিপু সিকদার, আরমান হোসেন সহ আরো অনেকে। ১:৩০ মিনিটে সবুর হোসেন জাহাঙ্গীর ও খোরশেদ আলম -এর তত্ত্বাবধানে বাঙালী ঐতিহ্যবাহী স্পেশাল আম ভর্তা পরিবেশন করা হয়।
মোঃ নওশেদ হোসেন(আহ্বায়ক), এজিএম জাহাঙ্গীর হাসাঈন(সদস্য সচিব), সবুর হোসেন জাহাঙ্গীর(প্রধান সমন্বয়কারী), আবু রব বাবুল, তোফাজ্জল হোসেন, কামরুল ইসলাম, মোঃ ফেরদৌস ওয়াহিদ, শাহাদাত হোসেন(বিক্রমপুর), শাওন হোসেন মৃদুল(সভাপতি), সাদী মিন্টু, মাহামুদ ফারুকী, মোস্তফা জামান শামীম, শাহাদাৎ হোসেন(সাধারণ স¤পাদক), পারভেজ আলম(সহ-সাধারণ স¤পাদক), আব্দুল করিম, আল আমিন সিকদার, রমজান খান তপন, সাদিকুর রহমান, খোরশেদ আলম, আনোয়ার চৌধুরী, ইলিয়াছ হাওলাদার, জিপু সিকদার ও মিলন -এর তত্ত্বাবধানে দুপুরের খাবার পরিবেশন করা হয়। মধ্যাহ্ন ভোজনের পরেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসে খ্যাতনামা শিল্পী নাজু আখন্দ সহ প্রবাসী শিল্পীবৃন্দ।
এরপর শুরু হয় খেলাধূলা পর্ব। কিশোর-কিশোরীদের দৌড় প্রতিযোগীতা ও মহিলাদের আকর্ষনীয় মিউজিক্যাল পিলো সকলেই উপভোগ করেন। খেলায় সকল অংশগ্রহণকারী ও বিজয়ীদের পুরস্কার বিতরনের মাধ্যমে খেলাধুলা পর্বের শেষ হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষন র্যাফেল-ড্র। র্যাফেল-ড্র তত্ত্বাবধানে ছিলেন মোঃ নওশেদ হোসেন, শাওন হোসেন মৃদুল, শাহাদাৎ হোসেন ও ফেরদৌস ওয়াহিদ।
র্যাফেল ড্র-এর ১ম পুরস্কারঃ স্বর্ণের সেট, সৌজন্যে -মোঃ জাহিদ মিন্টু, সাবেক সাধারণ স¤পাদক, গ্রটার নোয়াখালী সমিতি, ২য় পুরস্কারঃ নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক : এয়ার টিকেট, সৌজন্যে-দুলাল বেহেদু, সভাপতি, ঢাকা জেলা এসোসিয়েশন, ৩য় পুরস্কারঃ স্বর্ণের কানের দুল, সৌজন্যে- মোঃ ইকবাল আহমেদ। সাথে ছিল আরো এগারটি আকর্ষণীয় পুরষ্কার।
বিকেলে পিয়াজু, ঝাল-মুড়ি, চা-নাস্তা ও পান-সুপারী পরিবেশায় ছিলেনঃ সবুর হোসেন জাহাঙ্গীর, পারভেজ আলম ও খোরশেদ আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাওন হোসেন মৃদুল, অনুষ্ঠানটি পরিচালনায় বনভোজন উদযাপন কমিটির সদস্য সচিব এজিএম জাহাঙ্গীর হাসাঈন, আহ্বায়ক মোঃ নওশেদ হোসেন, প্রধান সমন্বয়কারী সবুর হোসেন জাহাঙ্গীর ও সাবেক সভাপতি জনাব তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ অরুণ, সমন্বয়কারী মোস্তফা জামান শামীম, যুগ্ম সদস্য সচিব আব্দুল করিম ও সাদেকুর রহমানের তত্ত্বাবধানে জমকালো বনভোজন অনুষ্ঠিত হয়। উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এম আজিজ, জিনাত আমান জেভিন, মোঃ সাইফুল ইসলাম(সভাপতি) ও শাহাদাত হোসেন (সাধারণ স¤পাদক) বলাকা ওয়েল ফেয়ার এসো: ইন্ক।
এছাড়া সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মোঃ তোফাজ্জেল হোসেন (সাবেক সভাপতি), আবু রব বাবুল (সাবেক সভাপতি), রুহুল আমিন সিদ্দিকী, টি মোল্লা (সাবেক সভাপতি), শাহজাহান নজরুল, শমসের আলী (সাবেক সভাপতি), ফরদৌস ওয়াহেদ (সাবেক সভাপতি), মির্জা মনিরুজ্জামান শামীম, শাহাদত হোসেন, সিরাজুল ইসলাম খান, আশরাফুল আলম, গাজী আব্দুল মজিদ, নিয়াজ আহমেদ, কামরুল ইসলাম (সাবেক সিনিয়র সহ-সভাপতি), মোঃ কামাল হোসেন (সিনিয়র সহ-সভাপতি), মোঃ সাদী মিন্টু (সহ সভাপতি), মাহমুদ ফারুকী (সহ সভাপতি), আব্দুল মতিন হাওলাদার (সহ সভাপতি), কানাই লাল সাহা দিলীপ (সহ সভাপতি), পারভেজ আলম (যুগ্ম সাধারণ সম্পাদক), ফিরোজ উদ্দিন রাজীব (সহ কোষাধ্যক্ষ), মোঃ আলা আমিন সিকদার (ক্রিয়া ও আপ্যায়ন স¤পাদক), মাইনুল হাসান মিলন (দপ্তর সম্পাদক), রমজান খান তপন (সাংস্কৃতিক স¤পাদক), তাজুল ইসলাম কাজল (কার্যকরী সদস্য), মোঃ জালাল উদ্দিন (কার্যকরী সদস্য), ভোজন সরকার (কার্যকরী সদস্য)।
বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন ইন্ক সভাপতি শাওন হোসেন মৃদুল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে উপস্থিত হয়ে বার্ষিক বনভোজনকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করেন।