নারায়ণগঞ্জ সমিতির পিকনিকে হাজারো মানুষের ভিড়ে
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৬ এএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার

অত্যন্ত পারিবারিক পরিবেশে নিউইয়র্কে প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলা সমিতির উত্তর আমেরিকা ইন্ক্-এর বর্ণাঢ্য বার্ষিক বনভোজন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অগাস্ট লং আইল্যান্ডের হেক শেয়ার স্টেট পার্ক-এর টইলর প্যাভিলিয়ানে প্রায় এক হাজার প্রবাসী নারায়ণগঞ্জবাসী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছিল গোটা পরিবেশ। এ এক জনসমাবেশে রূপ নিয়েছিল বলে অনেকে অভিমত জানিয়েছেন। সকালের নাস্তা পরিবেশনের পর যথারীতি প্রধান অতিথি নূর ই আজম বাবু মেলার উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় সভাপতি মোস্তফা জামাল টিটু , সাধারণ সম্পাদক কামাল হোসেন টিটুসহ উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ মহসিন, আজহারুল হক মিলন , সামছুল আলম লিটন, মির্জা ফরিদউদ্দিন, মনজুরুল করিম, মহসিন ননী, মোহাম্মদ ইসমাইল, নাসির উদ্দিন আহমদ (চঞ্চল), সাংবাদিক দর্পন কবির প্রমুখ। সার্বিক পৃষ্টপোষকতার দায়িত্বে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাফাত হোসেন, মোশতাক আহমদ (নিউটন), এস,এম, সায়েম মিঠু, দোলন খন্দকার, আশিক কবির। এছাড়াও কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন রুহুল আমিন জুয়েল, এমডি সরফরাজ, সোহেল আহমেদ, খালেদ আকতার, ডাঃ সাউদা সাবরিন পম্পি, মোঃ মোস্তাকিম আবেদ, মোঃ আতাউর রহমান মিঠু, ইঞ্জি মহসিন মাহমুদ, কোহিনুর আকতার কলি, নিপা জামান, সাহাদাত হোসেন, এম আজিজুল হক, ইমাম সৈয়দ হায়দার, নিতাই দাস, এস এম ইকবাল, মোহাম্মদ ইমাম, মোঃ আনিসুর রহমান, নিপা আকতার ও মোহাম্মদ পারভেজ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ফখরুল ইসলাম দেলোয়ার, মানিকগঞ্জ সোসাইটির সভাপতি জিকরুল আমিন জুয়েল, সাবেক সভাপতি মোঃ লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল চৌধুরী ও অন্নান্য সংগঠনের নেতৃবৃন্দ। খেলাধুলা ও সংস্কতি পর্বে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের দৌড় প্রতিযোগিতা ও পুরুষ্কার। সংগীত পরিবেশন করেন নিপা জামান ও স্থানীয় শিল্পীগণ। দুপুরের খাবার পরিবেশনের পর বনভোজনের অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেকে। সকলেই তাদের বক্তব্যে নারায়ণগঞ্জ সমিতির বিশাল এই আয়োজনের ও সুশৃঙ্খল পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন। সবচেয়ে আনন্দের বিষয় ছিল উপস্থিত সকলকে ব্র্যান্ড নেম ‘কোল্ড স্টোন’ এর আইসক্রিম বিতরণ। এ ছাড়াও বিকেলের নাস্তা, ঝাল মুড়ি ও চা। সব শেষে অনুষ্ঠিত হয় রাফেল ড্র। এতে প্রথম পুরুষ্কার ছিল ঢাকা নিউইয়র্ক ঢাকা বিমান টিকেট, স্পন্সর করেন নাবিলা জুঁই। একটি সফল বনভোজন উপহার দেয়ার জন্য সকলে নারায়ণগঞ্জ সমিতির কর্মকর্তাদের ধন্যবাদ জানান।