অ্যাবারনি’র জমকালো অ্যাওয়ার্ড নাইটে রিয়েলটদের মিলনমেলা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৫ এএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার

বাংলাদেশি অ্যামেরিকান রিয়েলটর অব নিউইয়র্কের (অ্যাবারনি) অ্যাওয়ার্ড নাইট ২০২৫ উদযাপিত হলো নিউইয়র্কে। লং আইল্যান্ডের দ্য ওয়াটার ফ্রন্ট ভেন্যু শাতো লা মের-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সম্প্রতি। রিয়েল এস্টেট সেক্টরের প্রতিষ্ঠিত সেরা রিয়েলটদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন রিয়েলটর ও তাদের পরিবারের সদস্যরা। অ্যাওয়ার্ড নাইটের অনুষ্ঠানে পরিবার আর প্রিয়জনদের নিয়ে মনোমুগ্ধকর প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘অ্যাবারনি’র অন্যতম ডিরেক্টর সাব্বির আহমেদ ও ইমরান ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ রহমান শাহীন। অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাবারনির ডিরেক্টর নাদির খান এবং ডিরেক্টর নাজনিন মির্জা। অ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জামান মজুমদার, সারওয়ার খান, আডান ইসলাম, সাব্বির আহমেদ, ইমরান ভূঁইয়া, কাজী হোসাইন, মোহাম্মদ করিম এবং ইন্দ্রজিৎ সরকার। আগামী বছর আরো জমকালো ভাবে অ্যাবারনির আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
অ্যাবারনি’র জমকালো অ্যাওয়ার্ড নাইটে রিয়েলটদের মিলনমেলা
আজকাল রিপোর্ট
বাংলাদেশি অ্যামেরিকান রিয়েলটর অব নিউইয়র্কের (অ্যাবারনি) অ্যাওয়ার্ড নাইট ২০২৫ উদযাপিত হলো নিউইয়র্কে। লং আইল্যান্ডের দ্য ওয়াটার ফ্রন্ট ভেন্যু শাতো লা মের-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সম্প্রতি। রিয়েল এস্টেট সেক্টরের প্রতিষ্ঠিত সেরা রিয়েলটদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন রিয়েলটর ও তাদের পরিবারের সদস্যরা। অ্যাওয়ার্ড নাইটের অনুষ্ঠানে পরিবার আর প্রিয়জনদের নিয়ে মনোমুগ্ধকর প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘অ্যাবারনি’র অন্যতম ডিরেক্টর সাব্বির আহমেদ ও ইমরান ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ রহমান শাহীন। অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাবারনির ডিরেক্টর নাদির খান এবং ডিরেক্টর নাজনিন মির্জা। অ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জামান মজুমদার, সারওয়ার খান, আডান ইসলাম, সাব্বির আহমেদ, ইমরান ভূঁইয়া, কাজী হোসাইন, মোহাম্মদ করিম এবং ইন্দ্রজিৎ সরকার। আগামী বছর আরো জমকালো ভাবে অ্যাবারনির আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।