শনিবার   ৩০ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির মতবিনিময়

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২২ এএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার


 
প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি ইউএসএ ইনক এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। এ্যাডঃ মাহাবুবার রহমান বকুল এর সভাপতিত্বে এবং  মোঃ রাকিবুজ্জামান খান তনুর উপস্থাপনায় গত ২৭  আগষ্ট ২০২৫ জামাইকায় এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা  ইমদাদুল হক,  এ্যাডঃ মোঃ আবুল কালাম টগর, এ্যাডঃ মোহাম্মাদ আলী, এ্যাডঃ শাহ আলী পিন্টু , মহাব্বত আলী আকন্দ,  মোহাঃ আব্দুস সালাম , মোঃ আলাল উদ্দিন, আমিনুল ইসলাম, মমিনুল ইসলাম সুমন , মোছাঃ জান্নাত  প্রমূখ। সংগঠনের প্রেসিডেন্ট এ্যাডঃ মাহাবুবার রহমান বকুল তার বক্তব্যে প্রবাসীদের বিভিন্ন  সমস্যা বিষয়ে  উল্লেখ করেন ।  এরপর তিনি বলেন, সারা বিশ্বে বসবাসরত সকল প্রবাসীদের  ভোটাধিকার সুনিশ্চিতসহ , বাংলাদেশের রাষ্ট্র  এবং  সরকার  ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে প্রবাসীদের প্রতিনিধিত্বমূলক অংশ গ্রহণ সুনিশ্চিত হওয়ার পক্ষে বাংলাদেশ সরকার বরাবর জোড়ালো  দাবী রাখেন।  আলোচনার সঞ্চালক  রোকনুজ্জামান  খান তনুসহ  উপস্থিত সবাই  সভাপতির দাবির  স্বপক্ষে সমর্থন  জ্ঞাপন করেন।  সভার সমাপনি  বক্তব্যে তিনি  বলেন, আলোচ্য  বিষয়ের  দাবী নিয়ে  খুব  শিঘ্রই সেমিনার করার  ইচ্ছা রয়েছে।