শনিবার   ৩০ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আজ ফোবানার পর্দা উঠছে নায়াগ্রা ফলসে

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৫ এএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার


 
৩৯তম ফোবানা কনভেনশন-এর বর্ণিল উদ্বোধন হতে যাচ্ছে আজ শুক্রবার শেরাটন নায়াগ্রা ফলসে। আজ ২৯ আগস্ট, আগামীকাল ৩০ এবং ৩১ আগস্ট ২০২৫ ফোবানার এই সম্মেলনকে ঘিরে সাজসাজ রব পড়েছে নিউইয়র্কেও বাফেলো ও নায়াগ্রা ফলসে।।  শেরাটন নায়াগ্রা ফলসে উদ্বোধনী পর্দা উঠছে। তিনদিনের এই কনভেনশনে অংশগ্রহণ করবেন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশ থেকে আসা আমন্ত্রিত অতিথিগণ। সম্মেলনে নেতৃত্ব দেবেন ফোবানা  স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ি শাহ নেওয়াজ। তিনি ও তার কমিটির সফর সঙ্গিরা ইতোমধ্যে নায়াগ্রা ফলসে পৌঁছেছেন। ফোবানা এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম, ফোবানার কর্মকর্তা ড. আবু জুবায়ের দারা, মোহাম্মদ হোসেন খান, মঈনুল হক চৌধুরী, গিয়াস আহমেদ, আলী ইমাম মজুমদার, ফিরোজ আহমেদসহ আরও অনেকে নিউইয়র্ক থেকে নায়াগ্রা ফলসে পৌঁছেছেন। এবারের ফোবানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ থেকে আগত  বিশিষ্ট স্কলার ড. সলিম উল্লাহ খান। স্পেশাল গেস্ট হিসেবে থাকবেন ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তোজা ও ড. বদরুল খান।
ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস ইন আমেরিকা উদ্যোগে আয়োজিত এবারের ফোবানায় জনপ্রিয় শিল্পীরা সঙ্গিত পরিবেশন করবেন। সম্মেলনে কোন এন্ট্রি ফি লাগবে না।