মিয়ানমারে শতবর্ষী রেলসেতু উড়িয়ে দিলো বিদ্রোহীরা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৫ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার

মিয়ানমারের ১২৫ বছর পুরো একটি রেলসেতু উড়িয়ে দিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। শান রাজ্যে ঔপনিবেশিক আমলের বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে সেতু হিসেবে পরিচিত ওই সেতু বিস্ফোরণ ঘটিয়ে বিদ্রোহীরা উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে সামরিক জান্তা।
আজ রবিবার দেশটির সংবাদমাধ্যম ইলেভেন মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের অভ্যুত্থানবিরোধী সশস্ত্র একাধিক গোষ্ঠী বোমা হামলা চালিয়ে ঔপনিবেশিক আমলের একটি রেলসেতু ধ্বংস করেছে বলে জানিয়েছে ক্ষমতাসীন জান্তা। জান্তা সরকারের মুখপাত্র জ্য মিন তুন এক ভিডিও বার্তায় বলেছেন, বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে ঐতিহাসিক ‘গোকটেইক সেতু’ ধ্বংস করেছে।
ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৩৪ ফুট উঁচুতে অবস্থিত গোকটেইক রেলওয়ে সেতু মিয়ানমারের সবচেয়ে উঁচু সেতু। ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে চালুর সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ট্রেসেল সেতু।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধ চলছে। দেশটির জাতিগত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রকামী প্রতিরোধ যোদ্ধাদের জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীন জান্তা বাহিনী। প্রবল প্রতিরোধের মুখে দেশটির গুরুত্বপূর্ণ একাধিক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়েছে তারা।