বরিশাল সিটি ও সদর সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:০৫ এএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার
আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে নৈশর্গিক সৌন্দর্য্যরে লীলাভূমি নিউইয়র্কের বেলমন্ড লেক ষ্ট্রেট পার্ক প্যাভেলিয়ন পাইন-এ বরিশাল সিটি ও সদর সোসাইটি, ইউ,এস,এ এর উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয়। প্রায় ৬০০ শতাধিক বরিশাল সিটি ও সদরের বাসিন্দারা উপস্থিত ছিলেন। সংগঠনের আহবায়ক সৈয়দ মুরাদুল হাসান রেজা সকাল ১১.০০টায় বনভোজনের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে উদ্বোধন করেন, এসময় বরিশাল সিটি ও সদরের বিশিষ্ঠ ব্যক্তিবর্গের মধ্য উপস্থিত ছিলেন পিকনিক কমিটির আহ্বায়ক-সৈয়দ রাব্বী, সদস্য সচিব জাহাংগীর কবীর, কোষাধ্যক্ষ-সাদি, সার্বিক ব্যব¯’াপনার দায়িত্বপ্রাপ্ত শওকত মির্জা, সৈয়দ তুহিন, মুনির হোসেন, শাহীন, হাসিব, রেজা, বুলেট, নিয়াজ, জাহাংগীর, লুয়ান, বেলায়েত, মুরাদ, সালাউদ্দিন, সোহেল , ছোটন, আঃ রব, আতিক, শফিক আকবর, মিজানুর, রহমান, মারুফ ও পারভেজ মিয়া। সমন্বয়কারী ছিলেন- জেড এইচ হাওলদার, এ্যাড আতাউর রহমান, দেলোয়ার হোসেন, জিয়াউদ্দিন হাসান কবীর, আঃ রব, মঞ্জুর মোর্শেদ, সৈয়দ কে হাসান, কেয়া ওয়াদুদ, ফারজিন। গান পরিবেশনা করেন আল-আমিন বাবু।
সব পর্ব- সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের ঝাল-মুড়ি, চা ভরপুরবাবে সবাই উপভোগ করেছে। বিশেষ অতিথি হিসেবে- ১ম পুরুস্কার বিতরণ করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ রুমানা সবুর, ডাঃ সবুর, উপদেষ্টা-জনাব সবুজ ওয়াদুদ, কাজী বাচ্চু, কানিকটিকাস ঈঞ এর বিশিষ্ট ব্যবসায়ী মীর সাব্বির আহমেদ। বিকাল ৬.০০ টায় আহ্বায়ক সৈয়দ রেজা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা
করেন।