রোববার   ২৪ আগস্ট ২০২৫   ভাদ্র ৯ ১৪৩২   ২৯ সফর ১৪৪৭

ম্যানহাটান ডাউনটাউন বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের বনভোজন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:০৩ এএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার


 
গত ১৩ই আগষ্ট জর্জেস আইল্যান্ডে , প্রায় ১২০০ শত  মানুষের সমাগমে হয়ে গেলো এক বিশাল বার্ষিক বন ভোজন। ম্যানহাটান ডাউনটাউন বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের বনভোজনে মনোরম এক সকালে পার্কে পৌঁছানোর পর প্রথমে নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ করান প্রধান নির্বচন কমিনার রেজাউল মোস্তফা। এরপর সংগঠনের সভাপতি তরিকুল হোসাইন বাদল আহবায়ক কমিটি ও কার্যকরি কমিটির সকলকে  নিয়ে ২০২৫ সালের বার্ষিক বনভোজন শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজুল কাদির লষ্কর মিঠু, সদস্য সচিব উস্তার আলী, প্রধান নির্বাচন কমিশনার রেজাউল মোস্তফা, নির্বাচন কমিশনার সবুজ আলম, প্রধান উপদেষ্টা এম আজিজ হিরু, উপদেষ্টা সফিক খান,উপদেষ্টা মিঠু ভাই, নূরুল হুদা জুয়েল, জহির ভাই, জাহিদ, কামাল, আরিফ, সুমন ভান্ডারী, রিপন ভূইয়া, তুহিন তালুকদার, ওবায়দুল, প্রিন্স মাহমুদ, জুয়েল, ইকবল, রাজিব, নজরুল, মাহি, সাদি এবং আরো অনেকে। সকালের নাস্তা ও তরমুজ বিতরণ দিয়ে শুরু হয় পিকনিকের কার্যক্রম। এরপর শুরু হয় খেলাধুলা এবং মহিলাদের বালিশ খেলা। তার পর দুপুরে মজাদার খাবার পরিবেশন করা হয়। বিকেলে নিউইয়ার্কের জনপ্রিয় সংগিত শিল্পিদের নিয়ে শুরু হয় সংগিত অনুষ্ঠান। সংগিত অনুষ্ঠানে এক মনোরম পরিবেশের সষ্টি হয়। এরপর র‌্যাফেল ড্র অনুষ্টিত হয়। র‌্যাফেল ড্রতে প্রথম পূরষ্কার ছিল একটি গাড়ি। ২য় থেকে ৭তম পর্যন্ত ছিল ছয়টি সোনার গহনাসহ মোট ১৫ টি পূরুষ্কার। সব শেষে সভাপতি তরিকুল হোসাইন বাদল সাবাইকে ধন্যবাদ জানিয়ে ২০২৫ সালের বার্ষিক বনভোজনের সমাপনি ঘোষনা করেন।