রোববার   ২৪ আগস্ট ২০২৫   ভাদ্র ৯ ১৪৩২   ২৯ সফর ১৪৪৭

সুপ্রীম কোর্ট জাস্টিস পদে সোমা সাঈদের নির্বাচনী সভা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৪২ এএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার


 
 
 নিউইয়র্ক সিটিতে তথা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশী আমেরিকান ও মুসলিম সোমা সাঈদ সিটির সুপ্রীম কোর্ট জাস্টিস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে তিনি কুইন্স কাউন্টি জাজ পদে নির্বাচিত হয়েছিলেন। আগামী ৪ নভেম্বর সিটির মেয়র নির্বাচনের পাশাপাশি জাস্টিস পদে এ  নির্বাচন অনুষ্ঠিত হবে। সুপ্রীম কোর্টের জাস্টিস হিসেবে প্রতিদ্বন্দ্বিতার করার জন্য ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেয়েছেন ৪ জন। এই ৪টি পদের বিপরীতে রিপাবলিক্যান ২ জন প্রার্থীও রয়েছেন। নিউইয়র্ক ডেমোক্র্যাটিক অধ্যুষিত এলাকা বিধায় ধরেই নেয়া হয়, ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থীরাই বিজয়ী হবেন। এ বিবেচনায় সোমা সাঈদের বিজয়ের সম্ভাবনা খুবই উজ্জ্বল। 
সোমা সাঈদের এ নির্বাচন  উপলক্ষ্যে  গত ১৮ আগষ্ট সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে ‘মিট দ্যা প্রেস এন্ড কমিউনিটি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
বাংলাদেশী আমেরিকান কমিউনিটি অব এনওয়াইসি’র ব্যনারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং জাজ সোমা সাঈদকে পরিচয় করিয়ে দেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী। অনুষ্ঠানে জাজ সোমা সাঈদ ছাড়াও ৪ নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুপ্রীমকোর্ট ও কাউন্টি কোর্টে প্রতিদ্বন্দ্বিতাকারী একাধিক প্রার্থীদের মধ্যে সুপ্রীম কোর্টর ভারপ্রাপ্ত বিচারক ফ্রান্সিস ওয়াই উয়াং ও জাজ গ্যারী মিরিট, সিভিল কোর্টের জাজ পদপ্রার্থী ইভ চো শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও সোমা সাঈদের সমর্থনে ষ্টেট সিনেটর জন সি লু, ডেমোμ্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ রামা ও সিং নারুলা বক্তব্য রাখেন।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন  ইমাম শামসে আলী, বিশিষ্ট রাজনীতিক জিল্লুর রহমান জিল্লু, মদিনা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, এনওয়াইপিডি’র অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শামসুল হক, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মিজান চৌধুরী, নাহিম আহমেদ, আহসান হাবীব, আনিসুল কবীর জাসির, জ্যাকব মিল্টন, মোহাম্মদ কামরুল ইসলাম সনি, নীরা রব্বানী ও আহমেদ সোহেল  অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ আল আমীন রাসেল। অনুষ্ঠানে বক্তারা আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে সোমা সাঈদকে ভোট দিয়ে নির্বাচিত করতে সার্বিক সহযোগিতা কামনা করেন এবং ভোট দেয়ার আহ্বান জানান। অপরদিকে জাজ সোমা সাঈদ ইমিগ্র্যান্ট কমিউনিটির অধিকার এবং কুইন্স কাউন্টির সিভিল কোর্টের জাজ হিসেবে দায়িত্বকালীন সময়ে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হলে অবশ্যই বিজয় সম্ভব। পরে জাজ সোমা সাঈদ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।