ট্রাফিক আইন লঙ্ঘনেই ৭ হাজার ডিপোর্ট
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:৩৩ এএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার

# ৫ মাসে ১ লাখ ২০ হাজার নির্বাসন
# প্রতিদিন ৩ হাজার গ্রেফতার টার্গেট
ট্রাফিক আইন অমান্যেই ৭ হাজার ইমিগ্রান্টকে ডিপোর্ট করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের আমলে। গড়ে প্রতিমাসে তা ৩৫০ জন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও ট্রাফিক আইনের মতো ছোটখাট অপরাধেও গ্রেফতার করে কাগজপত্রহীন অভিবাসীদের ডিপোর্ট করা হয়েছ্।ে তা ছিল গড়ে প্রতিমাসে ৮০ জন। এ বছর ৫ মাসে (জানুয়ারি থেকে মে) ১ লাখ ২০ হাজার জন কাগজপত্রহীন অভিবাসীকে ডিপোর্ট করা হয়েছে । কিন্তু তাদের অধিকাংশই কোন না কোন অপরাধের সাথে যুক্ত ছিলেন। ডিপোর্ট করা ২১ হাজার অভিবাসীর ডিপোর্টেশন অর্ডার ছিল কোর্ট থেকেই। কিন্তু যুক্তরাষ্ট্র ত্যাগ না করে তারা বসবাস করছিলেন। আদালতে এসাইলাম আবেদন পেন্ডিং থাকার পরও ইমিগ্রান্টদের সামান্য অপরাধে গ্রেফতার করে ডিপোর্ট করা হচ্ছে। ট্রাফিক আইন অমান্য কিংবা আগাছা পরিষ্কার না করার মতো অপরাধেও অবৈধ ইমিগ্র্যান্টদের গ্রেফতার ও আইস পুলিশের হাতে তুলে দেয়ার ঘটনা ঘটছে।
ট্রাম্প প্রশাসনের অধীনে হাজার হাজার অভিবাসী পরিবারের জন্য এই ঝুঁকি আরও বেড়েছে। কারণ কর্মকর্তারা খুব কম বা কোনও অপরাধমূলক ইতিহাস নেই এমন ব্যক্তিদের নির্বাসনের প্রচেষ্টা করছেন।
দ্য মার্শাল প্রজেক্টের তথ্যানুসারে, যাদের সবচেয়ে গুরুতর অপরাধ ছিল ট্র্যাফিক লঙ্ঘন - যেমন লাইসেন্স ছাড়া গাড়ি চালানো - তাদের নির্বাসিত ব্যক্তির মাসিক সংখ্যা গত ছয় মাসে তিনগুণেরও বেশি বেড়েছে। মে মাসে ছিল তা ৬০০ জনে। ২০২৫ সালেই ট্র্যাফিক লঙ্ঘনের শিকার ১,৮০০ জনেরও বেশি লোককে ডিপোর্ট করা হয়েছে।
জানুয়ারী থেকে মে মাসের মধ্যে ডিপোর্ট করা ১২০,০০০ জনেরও বেশি লোকের দুই-তৃতীয়াংশই কোনও অপরাধমূলক দোষী সাব্যস্ত হয়নি। আরও ৮% এর জন্য, তাদের রেকর্ডে থাকা একমাত্র অপরাধ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ। মাত্র প্রায় ১২% এমন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিল যা হয় হিংসাত্মক বা সম্ভাব্য হিংসাত্মক ছিল। এই সংখ্যাগুলি কর্মকর্তাদের অব্যাহত দাবির বিরোধিতা করে যে অভিবাসন প্রয়োগকারী সংস্থা "সবচেয়ে খারাপের মধ্যে সবচেয়ে খারাপ" অপরাধীদের উপর মনোযোগ দিচ্ছে।
ট্রাম্পের কিছু উপদেষ্টা প্রকাশ্যে বলেছেন, প্রশাসনের লক্ষ্য প্রতিদিন ৩ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার করবে আইস পলিশ। তবে আদালতে, অভিবাসন কর্মকর্তারা এমন কোটা থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
ইমিগ্রান্ট আইনজীবিদের অভিমত, বেশি লোককে বহিষ্কার করার এই চাপের ফলে জাতিগত প্রোফাইলিং বৃদ্ধি পাচ্ছে। তাদের আইনি অবস্থা পরীক্ষা করার জন্য ছোটখাটো ট্র্যাফিক লঙ্ঘনের জন্য আরও বেশি কৃষ্ণাঙ্গ ড্রাইভারকে আটক করা হচ্ছে। বিশটি রাজ্য সম্প্রতি এমন আইন পাস করেছে যা অভিবাসন প্রয়োগে স্থানীয় পুলিশের সম্পৃক্ততা বৃদ্ধি করে। ক্রমবর্ধমান সংখ্যক পুলিশ বিভাগ নিয়মিত ট্র্যাফিক স্টপের মতো এনকাউন্টারের সময় ফেডারেল অভিবাসন আইন প্রয়োগের জন্য হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাথে চুক্তি স্বাক্ষর করছে।
মিয়ামি-ভিত্তিক অলাভজনক সংস্থা আমেরিকানস ফর ইমিগ্র্যান্ট জাস্টিসের মামলা এবং অ্যাডভোকেসির পরিচালক পল আর. শ্যাভেজ বলেছেন, আমরা শুনতে পাই লোকদের ছোটখাটো কারণে আটক করা হয়েছে। যেমন গাড়ির একটি ভাঙা আয়না, হলুদ রেখা অতিক্রম করা, অথবা জানালা খুব বেশি অন্ধকার। এই খুব ছোটখাটো কারণে লোকেদের গ্রেপ্তার করা হয়। কারাগারে আনা হয়। আঙুলের ছাপ দেওয়া হয় এবং তারপর আইস পুলিশে হস্তান্তর করা হয়।”