বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪   বৈশাখ ২৬ ১৪৩১   ০১ জ্বিলকদ ১৪৪৫

দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৪ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অংশ নেয়ার সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মঙ্গলবার খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত আদেশের পরে তিনি একথা জানান।

বিচার বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ খালেদা জিয়ার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে রুল জারি করেন। বেঞ্চের অপর বিচারপতি মো. ইকবাল কবির এ আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করেন। নিয়ম অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চ গঠন করবেন।

 

মাহবুবে আলম বলেন, নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার রিট আবেদনের শুনানি শেষে উচ্চ আদালতের দু’জন বিচারপতি ঐক্যমতে পৌছাতে পারেননি। তাই বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতির কাছে গেলে তিনি পরবর্তী বেঞ্চ নির্ধারণ করে দেবেন। এখন আইনগত অবস্থা দাড়ালো এখনো পর্যন্ত উনি (খালেদা জিয়া) কোনো আদেশপ্রাপ্ত হননি।

সাংবাদিদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এটা তো স্যাটেলড ম্যাটার। কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। কাজেই আমি তো প্রথম থেকেই বলে আসছি, কোনো আদালত এরকম আদেশ দিতে পারেন না। যে আদেশের ফলে সংবিধানের একটি বিধান অকার্যকর হয়ে যায়।

তিনি আরো বলেন, আমি মনে করি কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নৈতিক স্খলনজনিত কারণে দুই বছরের অধিক সাজাপ্রাপ্ত হলে তিনি নির্বাচনের অযোগ্য হবেন। তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যায় না।

এদিকে খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল বলেন, আদালতের সিনিয়র বিচারপতি খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন। অপর বিচারপতি দ্বিমত পোষণ করেছেন। এখন নিয়ম অনুসারে আবেদনগুলো প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। তিনি বিষয়গুলো নিষ্পত্তির জন্য অন্য বিচারপতির কাছে পাঠাবেন।