একবার হলেও মেসির সঙ্গে খেলার স্বপ্ন সালাহর
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
রোমা থেকে ২০১৭ মৌসুমে লিভারপুলে যোগ দেন মোহাম্মদ সালাহ। এসেই নিজেকে মেলে ধরেছেন তিনি। ২০১৮ মৌসুমে এসে পেয়েছেন ৪৪ গোল। তার এই পারফর্মে ১৯৯০ সালের পর এই প্রথম শিরোপার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে লিভারপুল।
দুর্দান্ত পারফর্মেন্সের কারণে সব ক্লাবের নজর এখন সালাহর দিকে। সেই দৌড়ে সবার আগে নাম শোনা যায় রিয়াল মাদ্রিদের। তবে সালাহর স্বপ্ন জীবনে একটি সময় হলেও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলার।
এমনটাই জানায় স্পেন ভিত্তিক জনপ্রিয় ক্রীড়া ম্যাগাজিন 'ডন ব্যালন'। তাদের দাবি সালাহ লিভারপুলের সাবেক ফুটবলার লুইস সুয়ারেজ ও ফিলিপ কুতিনহোর মতো জীবনের একটি সময় হলেও আর্জেন্টাইন জাদুকরের সঙ্গে খেলতে চান।
