টাইমস স্কয়ারে একই দিনে ২টি দুর্গাপূজা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৩০ এএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার

আগামী ১ ও ২ অক্টোবর নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে প্রথমবারের মতো দুর্গাপূজার আয়োজন করবে ‘টাইমস স্কয়ার দুর্গা উৎসব এসোসিয়েশন’। তবে এ আয়োজনে বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গের হিন্দু সম্প্রদায় যৌথভাবে থাকছেন। তারা বলছেন, এটি সর্বজনীন। ১০ আগস্ট সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ থেকে এ ঘোষণা দেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মৃদুল পাঠক।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টা মৃদুল পাঠক ছাড়াও সভাপতি শশধর হাওলাদার, সহ-সভাপতি কল্লোল বসু, সম্পাদক নিরুপমা সাহা, কোষাধ্যক্ষ সৌম্যব্রত দাসগুপ্ত, উপদেষ্টা সদস্য মিলন আওন ও নির্মল পাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীয়াঙ্কা বসাক। উপস্থিত ছিলেন এই মেলার অন্যতম পৃষ্ঠপোষক মুক্তধারার বিশ্বজিৎ সাহা। এ সময় জানানো হয় যে, টাইমস স্কোয়ারের ‘ফাদার ডাফি স্কোয়ারে’ (লাল সিঁড়ির পাশে) পূজার থিম ও মন্ডপ নির্মাণ করছেন কলকাতার থিম পূজার পথিকৃতরা। আর টাইমস স্কোয়ারে গড়ে তোলা হবে কলকাতার ম্যাডক্স স্কোয়ার ও ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের আবহে।
কলকাতার কুমারটুলির খ্যাতনামা শিল্পী প্রদীপ রুদ্র পাল নির্মিত একটি নতুন প্রতিমা আসছে পূজার জন্য। এই উৎসবে সিঁদুর খেলা, ধুনুচি নাচ, এবং নবরাত্রির অন্যান্য রীতি-অনুষ্ঠানের পাশাপাশি কলকাতা ও ঢাকার শীর্ষস্থানীয় শিল্পীদের পরিবেশনা থাকবে।
এই আন্তর্জাতিক দুর্গা উৎসবে অংশগ্রহণ করবেন বিশ্বের নানা প্রান্তের বাঙালিরা এবং অনুষ্ঠানটি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে।
সংবাদ সম্মেলনে ভারতীয় প্রবাসীদের প্রাচিনতম ‘নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলন’র আয়োজক সংগঠন সিএবি এবং বাংলাদেশের বেদান্ত সোসাইটি সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি টাইমস স্কয়ার দুর্গোৎসবে সহযোগিতার ঘোষণা দেন ।
এদিকে আগামী ১ ও ২ অক্টোবর টাইমস স্কয়ারে বেঙ্গলী ক্লাব অব ইউএসএ‘র দীনেশ মজুমদারের নেতৃত্বে ‘টাইমস স্কয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন‘র আয়োজন করা হয়েছে। একই দিন একই সময়ে অল্প দুরত্বে এ আয়োজনে হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।