হাসিনা ভাগ্নি টিউলিপের পূর্বাচল কেলেংকারি
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:০৪ এএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বাংলাদেশে আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন এবং সেই নথিতে ঢাকার স্থায়ী ও বর্তমান ঠিকানা দেওয়া হয়েছে। দুদকের আইনজীবী খান মোহাম্মদ মইনুল হাসান সাংবাদিকদের কাছে এই দাবি করেছেন।
তিনি আরও জানান, ‘পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের মা শেখ রেহানা , ভাই, বোনকে প্লট পাইয়ে দিতে নিজের খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন টিউলিপ সিদ্দিক।’
গত বুধবার সকাল দশটা ৫০ মিনিটে শেখ হাসিনার বোন রেহানা সিদ্দিকসহ তার তিন ছেলেমেয়ের বিরুদ্ধে ৩০ কাঠার প্লট দুর্নীতি সংক্রান্ত পৃথক তিন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের তিনজন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত - ৪ এর বিচারক রবিউল আলম তাদের জবানবন্দি গ্রহণ করেছেন।
দুদকের আইনজীবী মি. হাসান পরে সাংবাদিকদের বলেন, "টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হিসেবে বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর প্রভাব ও চাপ প্রয়োগ করে তার মা শেখ রেহানা, ভাই রেদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক বরাবরে পূর্বাচল নতুন শহরের ডিপ্লোমেটিক জোনে প্লট প্রাপ্তির ব্যবস্থা করে দিয়েছেন।" (সূত্র-বিবিসি বাংলা)