শনিবার   ১৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১ ১৪৩২   ২১ সফর ১৪৪৭

প্রবাসীরা ভোটাররা পাচ্ছেন স্মার্ট কার্ড

মনোয়ারুল ইসলাম

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:০০ এএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার


    তৈরি হচ্ছে ‘বিশেষ অ্যাপস’
    এক্সপার্ট টিম আসছে নিউইয়র্কে
    ন্যাশনাল আইডি/স্মার্ট কার্ড প্রদান অক্টোবরে 

 

প্রবাসীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ ‘অ্যাপ’। এতে একটি প্লাটফর্মে কানেকটেড থাকবেন কোটি প্রবাসী বাংলাদেশি। পাসপোর্ট জটিলতার নিরসন , তাৎক্ষনিক সেবা, ন্যাশনাল আইডি প্রদান ও ভোটাধিকার নিশ্চিতই প্রধান লক্ষ্য। গত মঙ্গলবার ১২ আগষ্ট মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি হোটেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ তথ্য প্রদান করেন। তিনি বলেছেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রবাসী বাংলাদেশিদের কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
এদিকে কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের উদ্বোধন করতে ২৮ আগস্ট কানাডা আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রবাসী ভোটারদের সঙ্গে একটি সভায়ও অংশ নেবেন তিনি।
তার এ সফরের মূল উদ্দেশ্য হলো  টরেন্টো ও অটোয়ায় উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে যোগদান এবং কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের সূচনা করা।
স্মাট কার্ড /ভোটার আইডি প্রশ্নে কনসাল জেনারেল মোজাম্মেল হকের দৃষ্টি আর্কষন করলে আজকালকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ রাখছি। প্রবাসীদের ভোটাধিকার প্রক্রিয়ার প্রধান কাজ হচ্ছে স্মার্ট কার্ড প্রদান। নিউইয়র্কে কয়েক লাখ বাংলাদেশি বসবাস করেন। স্মার্ট কার্ড প্রদান ও তাদের ভোটদান প্রক্রিয়ায় জড়িত করা একটি বিশাল কর্মযজ্ঞ। এতে আমাদের সাপোর্ট প্রয়োজন। ঢাকায় এ ব্যাপারে আমাদের চাহিদার কথা জানিয়েছি। আগষ্টের শেষ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা থেকে একটি টেকনিক্যাল টিম নিউইয়র্কে আসছে। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ বর্তমান সরকারের অন্যতম একটি প্রতিশ্রুতি। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। একটি দায়িত্বশীল সূত্র আজকালকে জানিয়েছে, অক্টোবর নাগাদ যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের স্মার্ট কার্ড প্রদানের কাজ শুরু হতে যাচ্ছে।