শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫   শ্রাবণ ৩০ ১৪৩২   ২০ সফর ১৪৪৭

‘কেন সিসি ক্যামেরা লাগিয়েছিস’ বলে চড় মারে ডাকাত

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩০ এএম, ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে ডাকাত সদস্যরা। এর আগে তারা বাড়ির ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা ভেঙে ফেলে। ঘরে ঢুকেই পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লাখ টাকা লুট করে। এ সময় এক ডাকাত গৃহকর্তার গালে চড় দিয়ে বলে, ‘কেন সিসি ক্যামেরা লাগিয়েছিস?’

 

বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মাদ্রাসাপাড়ায় তিন ভাই ব্যবসায়ী বেলাল উদ্দিন, হেলাল উদ্দিন ও ইঞ্জিনিয়ার মৌলভী জালাল উদ্দিনের বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটে।

 

ভুক্তভোগী মৌলভী জালাল উদ্দিন জানান, তাদের বাড়ির বাইরে চারদিকে ও ভেতরে সিসি ক্যামেরা রয়েছে। বৃহস্পতিবার ১০-১২ সদস্যের মুখোশ পরা সশস্ত্র ডাকাতদলটি তাদের বাড়িতে হানা দেয়। তারা বাড়ির একটি রুমের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। অস্ত্রের মুখে জিম্মি করে পরিবার সদস্যদের একটি রুমে নিয়ে যায়। ডাকাতদলের সদস্যরা আলমারি খুলে অন্তত ১০ ভরি স্বর্ণ, নগদ আড়াই লাখ টাকা, তিনটি মোবাইলফোনসহ দামি মালামাল লুট করে।

 

তিনি আরও বলেন, আমাদের বাড়িতে কেন সিসি ক্যামেরা লাগিয়েছি, তা জানতে চেয়ে ডাকাত দলের এক সদস্য আমাকে একটা চড় মারে। তবে পরিবারের অন্য সদস্যদের গায়ে তারা হাত তুলেনি।

 

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব সাকিব বলেন, ডাকাতির ঘটনায় বাড়ির সদস্যরা বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ করেন। পরে পরিদর্শনে ডাকাতি হওয়ার তথ্যের সত্যতা পাওয়া গেছে।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। লুট করা মালামাল উদ্ধারসহ ডাকাতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।