ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে নিউজিল্যান্ড
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪১ এএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার

আগামী মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়াও
ইসরায়েলের উগ্রবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা সত্ত্বেও আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে নিউজিল্যান্ড।
এই তথ্য জানিয়েছেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।
উইনস্টন পিটার্স জানিয়েছেন, তার দেশও আগামী মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তিনি বলেন, “ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে কি-না, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে, সেটা নিয়ে ভাবছি আমরা।”
উইনস্টন পিটার্স বলেন, “ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে আমাদের সরকার, সংসদ এবং পুরো নিউজিল্যান্ড ইতোমধ্যে নানাবিধ মতামত জানিয়েছে। তাই এই জটিল বিষয়টি শান্তভাবে, সতর্কতার সঙ্গে এবং বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করাই ঠিক হবে। আগামী মাসে আমরা এই সকল মতামত সংগ্রহের জন্য কাজ শুরু করব, এরপর মন্ত্রিসভায় একটি প্রস্তাব উপস্থাপন করব।”
এদিকে, আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার ক্যানবেরায় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মানবতার সেরা আশা।”
এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। সবগুলো ঘোষণাই সেপ্টেম্বরের সম্মেলনে আনুষ্ঠানিক হবে। নিউজিল্যান্ডও একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে।