জরিপ: নির্বাচনে কোন দলকে ভোট দেবেন সিদ্ধান্ত নেননি ৪৯% মানুষ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৭ এএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দেবেন, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি ৪৮.৫% উত্তরদাতা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ও জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা কমলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থন কিছুটা বেড়েছে।
সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত “ডিআইজিডি পালস সার্ভে”-এর গবেষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করা হয়।
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও ভয়েস ফর রিফর্ম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
জরিপের ফলাফল অনুযায়ী, ভোট দেওয়ার প্রশ্নে দেশের মানুষের সিদ্ধান্তহীনতা বাড়ছে। এর আগে, ২০২৪ সালের অক্টোবরে বিআইজিডির জরিপে ৩৮% মানুষ সিদ্ধান্ত না নেওয়ার কথা জানিয়েছিলেন। নারী উত্তরদাতাদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার পুরুষদের তুলনায় বেশি। নতুন জরিপে ৫৫% নারী সিদ্ধান্ত না নেওয়ার কথা বলেছেন, আগের জরিপে এই হার ছিল ৪৩%।
জরিপের ফলাফলে দেখা যায়, ২০২৫ সালের জুলাইয়ে বিএনপিকে ভোট দেওয়ার হার কমে ১২% দাঁড়িয়েছে। ২০২৪ সালের অক্টোবরের জরিপে বিএনপিকে ভোট দেওয়ার জানিয়েছিলেন ১৬.৩% উত্তরদাতা। জুলাইয়ে নতুন দল এনসিপির সমর্থন বেড়ে ২.৮% হয়েছে। যা আগের জরিপে ছিল ২%। আর জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন ১০.৪০% মানুষ, যা আগের জরিপে ছিল ১১.৩০%।
এছাড়া, ২০২৪ সালে আওয়ামী লীগের পক্ষে সমর্থন ছিল ৮.৯% মানুষের, যা ২০২৫ সালের জুলাইয়ে কমে দাঁড়িয়েছে ৭.৩%।
পাশাপাশি, জুলাইয়ে অন্যান্য ইসলামিক দলের প্রতি সমর্থন নেমে দাঁড়িয়েছে ০.৭%, ২০২৪ সালের অক্টোবরে সমর্থন ছিল ২.৬%। এছাড়া, জাতীয় পার্টির সমর্থন ০.৭০% থেকে কমে ০.৩০% হয়েছে।
জরিপের ফলাফল অনুযায়ী, ভোট না দেওয়ার কথা জানিয়েছেন ১.৭% মানুষ। আর কাকে ভোট দেবেন তা জানাতে চাননি ১৪.৪% উত্তরদাতা, যা গত অক্টোবরে ছিল ১২.৯%।
অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের মূল্যায়ন স্কোর আরও কমেছে। ২০২৪ সালের অগাস্টে ৭৫% যেখানে ইতিবাচক উত্তর দিয়েছিলেন, অক্টোবরে তা কমে ৬৮% এবং ২০২৫ সালের জুলাইয়ে আরও কমে ৬৩% হয়েছে। এছাড়া, ৮০% মানুষ “মব ভায়োলেন্স”কে সবচেয়ে উদ্বেগের বিষয় বলে মনে করছেন।
“পালস সার্ভে জুলাই ২০২৫: জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা” শীর্ষক জরিপটি সারাদেশের ৬৪ জেলায় ৫,৪৮৯ জন নারী ও পুরুষের মধ্যে টেলিফোনের মাধ্যমে পরিচালিত হয়। চলতি বছরের ১ থেকে ২০ জুলাই এই তথ্য সংগ্রহ করা হয়। জরিপে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম, জনগণের সংস্কার প্রত্যাশা এবং আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন বিষয়ে মতামত নেওয়া হয়।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৬ জুলাই সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) প্রকাশিত জরিপের ফলাফল অনুযায়ী, নির্বাচনে বিএনপি ৩৯%, জামায়াত ২১% এবং এনসিপি ১৫.৮৪% ভোট পাবে বলে মনে করছিলেন তরুণরা। আর নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে ১৫.২% ভোট বলে জানিয়েছিলেন তারা। দেশের সবকটি বিভাগের ওপর চালানো এ জরিপে অংশ নিয়েছিলেন ১৫-৩৫ বছর বয়সি ২,০০০ জন তরুণ।