সোমবার   ১১ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৬ ১৪৩২   ১৬ সফর ১৪৪৭

ফের নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৬ এএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার

চলমান অর্থবছরে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৬২২ মিলিয়ন ডলার কিনেছে

ডলারের দরপতন রোধ করে, প্রবাসী আয় ও রপ্তানি খাতকে চাঙ্গা রাখার কৌশলের অংশ হিসেবে ব্যাংকগুলো থেকে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা পর্যন্ত দর দিয়ে এই ৮৩ মিলিয়ন ডলার কেনা হয়।

 

রবিবার (১০ আগস্ট) এসব ডলার কেনা হয়েছে।

 

চলমান ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৬২২ মিলিয়ন ডলার কিনেছে। এর আগে গত ৭ আগস্ট নিলামে ১২১.৩৫ থেকে ১২১.৫০ টাকার দরে ৪৫ মিলিয়ন ডলার কেনে বাংলাদেশ ব্যাংক।

 

ডলারের দর ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এই ধারাবাহিক হস্তক্ষেপ শুরু হয় গত ১৩ জুলাই, যখন প্রথমবারের মতো নিলামে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭১ মিলিয়ন ডলার কেনে।

 

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, টাকার বিপরীতে ডলারের দাম স্থির রাখতে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনা হচ্ছে।

 

তিনি বলেন, “যদি ডলারের বিনিময় হার টাকার তুলনায় বেড়ে যায়, তাহলে বাংলাদেশ ব্যাংক একইভাবে নিলামের মাধ্যমে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে। টাকার বিপরীতে ডলারের বিনিময় হার যেন স্থির থাকে, সেটা নিশ্চিত করতে প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক যেকোনো সময় বাজারে হস্তক্ষেপ করতে পারে।”