সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

গোলাম দস্তগীর গাজীকে বাংলাক্রাফট’র শুভেচ্ছা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:২৯ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বাংলাক্রাফট)।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সংগঠনের সভাপতি আশরাফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশের কারুশিল্পীদের পক্ষ থেকে বাংলাক্রাফট এই অভিনন্দন বাণী জানানো হয়।

এতে বলা হয়, আমরা বিশ্বাস করি, আপনার বলিষ্ঠ নেতৃত্ব ও সঠিক সিদ্ধান্ত আগামীতে ব্যবসায়িক মহলের স্বার্থ রক্ষার প্রচেষ্টা আরও গতিশীল করে তুলবে। আর এই কর্মপ্রচেষ্টায় বাংলাক্রাফট আপনার পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করছে।

বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতির বিকাশ ও দারিদ্র্যবিমোচনের হাতিয়ার হিসেবে সত্তর দশক থেকে জাতীয় অর্থনীতিতে এই শিল্প বিশেষ অবদান রেখে আসছে। বর্তমানে এই শিল্পের সাথে সরাসরি ৮০ লাখের বেশি করুশিল্পী জড়িত এবং তাদের জীবিকা এই শিল্পের মাধ্যমে নির্বাহ হচ্ছে। আমরা বিশ্বাস করি, এই শিল্পের উন্নয়নে আপনার সহযোগিতা অব্যাহত থাকবে।