শনিবার   ০৯ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৫ ১৪৩২   ১৪ সফর ১৪৪৭

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৪ এএম, ৯ আগস্ট ২০২৫ শনিবার


 
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, আমেরিকার বনভোজন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। গত ২ আগষ্ট শনিবার লং আইল্যান্ডের ভ্যালিস্ট্রিম পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য ও কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ অংশ নেন। এই বনভোজনের আর্কষন ছিল অংশগ্রহনকারি প্রত্যেক ফ্যামিলির জন্য ‘ফ্যামিলি গিফট’। এই গিফট নিয়ে সকলেই হাসিমুখে বাড়ি ফেরেন। নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার পরিচালক ও সাপ্তাহিক ইনকিলাবের সম্পাদক জাহিদ আলমের দেয়া সোনার চেইন ছিল র‌্যাফেল ড্র’র প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার ছিল এলামনাই’র সাধারন সম্পাদক এম এ মামুনের দেয়া ৫৬ ইঞ্চি টেলিভিশন। তৃতীয় পুরষ্কার ছিল এনওয়াই ইন্সুরেন্সের দেয়া ৫৫ ইঞ্চি টেলিভিশন। এ’ছাড়া আরও ১০টি র‌্যাফেল ড্র’র আইটেম ছিল। বনভোজনকে সফল করতে মানিক চৌধুরী আহবায়ক ও সেকেন্দার আলী সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। 
      
   
      

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই’র এই বনভোজনে সহযোগিদের মধ্যে ছিলেন ড. গোলাম সামদানী তরফদার,  মীর ফরিদ উদ্দীন আহমেদ, তৌহিদুর রহমান, জিয়াউল ফারুক,আইনুল ইসলাম, মো: আঙ্গুর, জাহিদুর রহমান, এম এ রশীদ, মনোয়ারুল ইমলাম,মানিক চৌধুরী, তপতী রায়, অলোক রায়, প্রভাত বোস, এম এ মামুন, আসাদুজ্জামান কিরন, সেকেন্দার আলী, আব্দুর রৌফ মোল্লা,যুগল কিশোর নাথ, রেজাউল করিম রেজা, পাভেল, মো: আলম,তিতাস, দিপু, বিপ্লব, শুভময় ও সোনিয়া। অতিথিদের মধ্যে ছিলেন হাসান জিলানী, আবু বকর সিদ্দিক, বদরুদ্দোজা সাগর ও বেলাল আহমেদ।