ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরতে ট্রাম্পের ৫০ মিলিয়ন ডলার পুরস্কার
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১৬ এএম, ৯ আগস্ট ২০২৫ শনিবার

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট, স্বৈরশাসক ও মাদক পাচারকারী নিকোলাস মাদুরোকে ধরতে ৫০ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। গতকাল বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পাম বণ্ডি এক ভিডিওতে বলেন, ‘মাদুরো আমাদের দেশে মারাত্মক মাদক ও সহিংসতা আনার জন্য ট্রেন ডি আরাগুয়া, সিনালোয়া এবং কার্টেল অব দ্য সানসের মতো বিদেশী সন্ত্রাসী সংগঠনকে ব্যবহার করে’। বণ্ডি বলেন, ‘ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এ পর্যন্ত মাদুরো ও তার সহযোগীদের সঙ্গে যুক্ত ৩০ টন কোকেইন বাজেয়াপ্ত করেছে এবং মাদুরোর সঙ্গে সম্পর্কিত প্রায় সাত টন, যা ভেনিজুয়েলা ও মেক্সিকো ভিত্তিক মারাত্মক কার্টেলগুলির আয়ের প্রাথমিক উৎসের সঙ্গে জড়িত’। অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেছেন যে, মাদুরোর চোরাচালান পরিকল্পনার সাথে যুক্ত কোকেইন ফেন্টানিল দিয়ে ভরা থাকে। এর ফলে অগণিত আমেরিকান জীবনের ক্ষতি ও ধ্বংস হয়েছে। তিনি আরও বলেন, সে বিশ্বের অন্যতম কুখ্যাত মাদক পাচারকারী এবং আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
২০২০ সালের মার্চ মাসে, ৬২ বছর বয়সী মাদুরো নিউইয়র্কের দক্ষিণাঞ্চলে মাদক-সন্ত্রাসবাদ, কোকেইন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান এবং ধ্বংসাত্মক ডিভাইসের দখল এবং ষড়যন্ত্রসহ তার মাদক পাচারের প্রচেষ্টার সাথে সম্পর্কিত বেশ কয়েকটি ফেডারেল অভিযোগে অভিযুক্ত হন বলে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে তথ্য প্রকাশিত হয়েছে।