নভেম্বর-ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক
আজকাল ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১২ এএম, ৯ আগস্ট ২০২৫ শনিবার

আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরবেন। একথা জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। এদিকে, চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। (বিবিসি প্রতিবেদন)
এদিকে, সরকার তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখছে গুরুত্বের সাথে। তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে চাইছে সরকার। বিএনপিও তাদের প্রিয় নেতাকে নিয়ে নির্বাচনী মাঠ কাঁপাতে প্রস্তুতি নিচ্ছে।