আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে হামলা, এইচআর হেডসহ আহত ১৫
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০৮ এএম, ৮ আগস্ট ২০২৫ শুক্রবার

বেসরকারি খাতের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মানবসম্পদ বিভাগের (এইচআর) প্রধান আমির হোসেনসহ অন্তত ১৫ জন এক সশস্ত্র হামলায় আহত হয়েছেন। গতকাল বিকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ব্যাংকের নিরাপত্তাপ্রহরী শাহিনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এইচআরপ্রধান আমির হোসেনকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংকের প্রধান কার্যালয় দীর্ঘদিন অবরুদ্ধ থাকায় গুরুত্বপূর্ণ কার্যক্রম পার্শ্ববর্তী সুরমা টাওয়ারে পরিচালিত হচ্ছিল। সেখান থেকে এইচআরপ্রধান ও তিনজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) গাড়িতে ওঠার সময়, আন্দোলনকারীরা হঠাৎ তাঁদের ঘিরে ধরে হামলা চালান। নিরাপত্তাকর্মীরা ছুটে এলে তাঁদেরও বেধড়ক মারধর করা হয়। কয়েক শ হামলাকারী লাঠিসোঁটা নিয়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত করে। আহতদের মধ্যে রয়েছেন আমির হোসেন, শাহিনুর, লিটন (২৫), ইলিয়াস (৩৮), ফাহিম (১৯), রকি হোসেন (২৬), তোফায়েল (৩২), নুর আলম (৪২), আরিফ (২৫), জাকির হোসেন (২৫), সাগর (২৯), লুৎফর, ফারুক ও সোহেল। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পল্টন থানায় মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সূত্রমতে ব্যাংকের নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত ও সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ১ হাজার ৪১৪ জন কর্মকর্তার মূল্যায়ন নেওয়া হয়। পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ৫৪৭ জন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের অভিযোগ, কোনো পূর্ব নোটিস ছাড়াই অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুতদের একটি অংশ গত ২৮ জুলাই থেকে ব্যাংকের প্রধান কার্যালয়ের গেট অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। পুলিশের ত