শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

সালমানের সাথে কে এই বাঙালি নারী?

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

বলিউড ইন্ডাস্ট্রিতে ‘মিষ্টি’ নামে সবার কাছে পরিচিত তিনি। যার সৌন্দর্যে মাতাল হয়েছে আছে ভারতবাসী। তাকে দেখা গিয়েছে সালমান খানের সাথেও। কে এই বাঙালি নারী?

মিষ্টির আসল নাম ইন্দ্রাণী চক্রবর্তী। জন্ম ভারতের কলকাতাতে। অভিনয়ে হাতেখড়ি বাংলা ছবিতে। তার পর মূলত হিন্দি, মালয়লম ও তেলুগু ছবিতে কাজ করেছেন। অভিনয় করেছেন প্রসেনজিতের সঙ্গে।

মিষ্টি ২০১৪ সালে বাংলা ছবি ‘পরিচয়’-এ কাজ করেন। ওই বছরই হিন্দি ছবিতে তার ডেব্যু হয় সুভাষ ঘাইয়ের ‘কাঁচি: দ্য আব্রেকেবল’-এ।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘বেগম জান’ (২০১৭) ছবিতে শবনমের ভূমিকায় ছিলেন মিষ্টি। ‘মণিকর্ণিকা’ ছবিতেও রয়েছেন তিনি।

 

‘ভিকো টারমেরিক’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই মিষ্টি চক্রবর্তী। অভিনেত্রী হিসেবে ভারতের অন্য রাজ্যের পুরস্কারের জন্যও মনোনীত হয়েছেন তিনি।