বুধবার   ০৬ আগস্ট ২০২৫   শ্রাবণ ২১ ১৪৩২   ১১ সফর ১৪৪৭

মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হলো ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৭ পিএম, ৫ আগস্ট ২০২৫ মঙ্গলবার

জুলাই শহীদদের স্মরণে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান।

 

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মূল অনুষ্ঠানমালা।

 

সূচনার অংশ হিসেবে সাইমুম শিল্পীরা পরিবেশন করেন ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা গান— ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’।

 

পুরো দিনের এই আয়োজনে পর্যায়ক্রমে অংশ নেবেন দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পীরা। থাকছে ধর্মীয় বিরতির পাশাপাশি ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং ড্রোন প্রযুক্তিনির্ভর বিশেষ নাট্য-উপস্থাপনাও। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

 

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ‌‌‘এটি শুধু একটি সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি প্রজন্মের চেতনার পুনর্জন্মের প্রতীক।’